বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ১২টা ২০ মিনিটের দিকে তিনি হাসপাতালে পৌঁছান। এর আগে বুধবার রাত ১১টা ৪০ মিনিটে গুলশানের বাসভবন থেকে তিনি হাসপাতালে রওনা দেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ম্যাডাম নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে হাসপাতালে গেছেন।”
বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেএম জাহিদ হোসেনও তার হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “এটি পূর্বনির্ধারিত রুটিন চেকআপের অংশ।”
গত ২৮ আগস্ট খালেদা জিয়া সর্বশেষ এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন।
দীর্ঘদিন ধরে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছেন এবং চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে তার আগমনের সময় নিরাপত্তা জোরদার করা হয়।