Tuesday, July 8, 2025
HomeUncategorizedচৌদ্দগ্রামের তিন মামলায় খালেদা জিয়ার অব্যাহতি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই প্রত্যাহার

চৌদ্দগ্রামের তিন মামলায় খালেদা জিয়ার অব্যাহতি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই প্রত্যাহার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চৌদ্দগ্রামে দায়ের হওয়া তিনটি মামলায় অব্যাহতি দিয়েছেন কুমিল্লার দুটি পৃথক আদালত। ২০১৫ সালে পেট্রোল বোমা হামলা ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় হত্যা ও নাশকতার অভিযোগে এসব মামলা দায়ের করা হয়।

সোমবার বিকেলে কুমিল্লা জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. কাইমুল হক রিন্টু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

পিপি রিন্টু জানান, মামলাগুলোতে প্রমাণের অভাব এবং মামলাগুলোর রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত চরিত্র বিবেচনায় রেখে আইন মন্ত্রণালয়ের অনুমোদনে এগুলো প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে বাকি আসামিদের বিরুদ্ধেও অভিযোগ প্রত্যাহার করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় পেট্রোল বোমা হামলায় একটি বাসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় আটজন যাত্রী নিহত হন। এ ঘটনায় দুটি মামলা হয়—একটি দণ্ডবিধির অধীনে হত্যা মামলা এবং অপরটি বিস্ফোরক দ্রব্য আইনে।

উভয় মামলায় খালেদা জিয়াসহ মোট ৭৭ জনকে আসামি করা হয়। মামলার বাদী ছিলেন তৎকালীন চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক নুরুজ্জামান হাওলাদার।

আদালতে শুনানিতে উঠে আসে, ঘটনার সময় খালেদা জিয়া ঢাকার গুলশানে নিজ বাসভবনে ‘বালুর ট্রাকের’ ব্যারিকেডের মাধ্যমে গৃহবন্দী অবস্থায় ছিলেন। এই তথ্য এবং অভিযোগপত্রে সরাসরি সম্পৃক্ততার অভাব বিবেচনায় আদালত তাকে অব্যাহতি দেন।

কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক শফিকুল ইসলাম খালেদা জিয়াকে হত্যা মামলায় অব্যাহতি দেন। অপরদিকে, হায়দারপুর এলাকায় ২৫ জানুয়ারি ২০১৫ সালের কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগ সংক্রান্ত মামলায় কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক আফরোজা শুলি খালেদা জিয়াকে নির্দোষ ঘোষণা করেন।

এই মামলায় প্রথমে ৩১ জন আসামির মধ্যে খালেদা জিয়ার নাম থাকলেও পরে আরও ১০ জনকে অন্তর্ভুক্ত করা হয়।

পিপি রিন্টু আরও বলেন, “এখন পর্যন্ত চৌদ্দগ্রাম থানায় খালেদা জিয়া বা বিএনপির কোনো কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে আর কোনো মামলা নেই।”

আইনজীবী মহলে বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে। বিএনপি পক্ষ একে ন্যায়বিচারের বিজয় হিসেবে দেখলেও আওয়ামী লীগ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

RELATED NEWS

Latest News