Wednesday, November 5, 2025
Homeজাতীয়বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ আন্তর্জাতিক সংবাদ সাংবাদিক কাজী ইফতেখার রহমান

বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ আন্তর্জাতিক সংবাদ সাংবাদিক কাজী ইফতেখার রহমান

এনটিভির সিনিয়র নিউজরুম এডিটর কাজী ইফতেখার শুভ সম্মাননা পেলেন বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৫-এ

বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৫-এর “বেস্ট জার্নালিস্ট (ইন্টারন্যাশনাল নিউজ)” বিভাগে সম্মাননা পেয়েছেন সাংবাদিক কাজী ইফতেখার রহমান।

রবিবার রাতে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জমকালো অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন ও অভিনেতা আজিজুল হাকিম তার হাতে পুরস্কার তুলে দেন।

বর্তমানে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির সিনিয়র নিউজরুম এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন কাজী ইফতেখার রহমান, যিনি “কাজী ইফতেখার শুভ” নামে পরিচিত। তিনি নিয়মিতভাবে আন্তর্জাতিক খবর উপস্থাপন ও বিশ্লেষণ করেন।

২০১২ সালে দৈনিক কালের কণ্ঠে সাংবাদিকতা জীবন শুরু করেন তিনি। পরে দৈনিক ভোরের পাতা, প্রিয়.কম, ইনডিপেনডেন্ট টেলিভিশন ও সময় টেলিভিশনে কাজ করেছেন। তিনি জাতীয় প্রেস ক্লাব, ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) ও বরিশাল বিভাগীয় সাংবাদিক সমিতির সদস্য।

বিদ্যালয় জীবন থেকেই দুর্নীতিবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত কাজী ইফতেখার এক দশকেরও বেশি সময় ধরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সক্রিয় সদস্য হিসেবে কাজ করছেন।

বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামে জন্ম নেওয়া ইফতেখার ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা ও গবেষণায় স্নাতকোত্তর সম্পন্ন করেন। এর আগে তিনি গ্লোবাল বিজনেস অ্যান্ড সিএসআর অ্যাওয়ার্ড, শেরে বাংলা আইকনিক অ্যাওয়ার্ড ও স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ডসহ একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন।

চতুর্থ বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আরও অনেককে সম্মাননা দেওয়া হয়। বিচারক প্যানেলে ছিলেন অভিনেত্রী রোজিনা, গায়ক খুরশিদ আলম, নাট্যকার ও পরিচালক জিনাত হাকিম, কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ এবং সাংবাদিক আল মাসিদ রনো।

চলচ্চিত্র বিভাগে শ্রেষ্ঠ পরিচালক হয়েছেন শিহাব শাহীন, শ্রেষ্ঠ অভিনেত্রী তমা মির্জা এবং শ্রেষ্ঠ অভিনেতা সিয়াম আহমেদ। আজাদ আবুল কালাম ও মাশুমা রহমান নাবিলা পেয়েছেন ব্রেকথ্রু পারফরম্যান্স পুরস্কার।

ওটিটি বিভাগে শ্রেষ্ঠ পরিচালক হয়েছেন অনম বিশ্বাস, শ্রেষ্ঠ অভিনেতা চঞ্চল চৌধুরী এবং শ্রেষ্ঠ অভিনেত্রী তানজিন তিশা। অন্যান্য পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ছিলেন রুনা খান, সামিরা খান মাহি, মুশফিক আর ফারহান, খায়রুল বাসার ও দিলশাদ নাহার কোনা।

RELATED NEWS

Latest News