Tuesday, July 1, 2025
Homeবিনোদনবলিউডের হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে করণ জোহরের বিস্ফোরক মন্তব্য

বলিউডের হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে করণ জোহরের বিস্ফোরক মন্তব্য

"এই গ্রুপের কথোপকথন যদি ফাঁস হয়, আমাদের শহর ছেড়ে পালাতে হবে" — মন্তব্য করলেন জনপ্রিয় নির্মাতা

বলিউড পরিচালক করণ জোহর আবারো নিজের রসিকতাপূর্ণ মন্তব্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার তিনি খোলাসা করলেন বলিউড তারকাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে এমন কিছু তথ্য, যা সাধারণ দর্শকের কাছে একেবারেই অজানা ছিল।

সম্প্রতি Mojo Story-তে সাংবাদিক Barkha Dutt-এর সঙ্গে আলাপচারিতায় অংশ নেন করণ। সেখানেই এক দর্শক জানতে চান, বলিউডের সবচেয়ে আকর্ষণীয় হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোর সদস্য হিসেবে করণ কোনোদিন কি সেসব কথোপকথনের ওপর ভিত্তি করে বই বা সিনেমা বানানোর কথা ভেবেছেন?

প্রশ্নে খানিকটা অবাক হলেও করণ হাসিমুখে বলেন, “যদি কেউ কোনোভাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে ঢুকে পড়ে, আমাদের লন্ডনে পালিয়ে যেতে হবে। আমরা হয়তো আর এই শহরে থাকতে পারব না।”

তিনি আরও বলেন, “এই গ্রুপগুলোতে আমরা খুব খোলামেলা, সোজাসাপটা কথা বলি। অনেক সময় তো একটু বক্র মন্তব্যও করি। ফ্যাশন, সিনেমা, বা যে কোনো ইস্যুতে আমরা নিজেরাই নিজেদের সমালোচক। আমাদের কারোরই সেই সব মন্তব্য প্রকাশ্যে বলার সাহস নেই।”

বর্তমানে করণ জোহর ‘The Traitors’ নামের একটি রিয়ালিটি শো-তে সঞ্চালকের ভূমিকায় রয়েছেন, যা স্ট্রিম হচ্ছে Amazon Prime Video-তে। এতে অংশ নিয়েছেন ২০ জন সেলিব্রিটি, যেখানে প্রতিযোগিতা, বিশ্বাস ও প্রতারণার মধ্যে দিয়ে গড়ে উঠছে এক অনন্য গল্প।

এই শো-র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ৩ জুলাই। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন রাজ কুন্দ্রা, লক্ষ্মী মাঞ্চু, সাহিল সালাথিয়া, মহীপ কাপুর, মুকেশ ছাবরা, রাফতার, এলনাজ নরৌজি, জান্নাত জুবের, উরফি জাভেদ প্রমুখ।

এছাড়া করণের প্রযোজনা প্রতিষ্ঠান ধর্মা প্রোডাকশনস সম্প্রতি মুক্তি দিয়েছে ‘সরজমিন’-এর টিজার। কাশ্মীরের উত্তপ্ত রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত এই থ্রিলার পরিচালনা করেছেন কায়োজে ইরানি। অভিনয় করেছেন কাজল, পৃথ্বীরাজ সুকুমারান ও ইব্রাহিম আলি খান। সিনেমাটি মুক্তি পাবে জিওহটস্টারে, ২৫ জুলাই।

বলিউডের গসিপ আর পর্দার বাইরের গল্পে আগ্রহীদের জন্য করণের এই বক্তব্য যেন আরেক নতুন মাত্রা এনে দিল।

RELATED NEWS

Latest News