জুভেন্টাসের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্লেইসন ব্রেমার বাম হাঁটুর মেনিসকাস লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার কারণে অস্ত্রোপচার করাতে যাচ্ছেন। সোমবার এক বিবৃতিতে সিরি আ ক্লাবটি এই তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়, সোমবার সকালে ফ্রান্সের লিওঁ শহরে চিকিৎসা পরীক্ষার পর ব্রেমারের হাঁটুর মেনিসকাসে ছেঁড়ার বিষয়টি শনাক্ত করা হয়েছে। ক্লাব জানায়, “আগামী কয়েক ঘণ্টার মধ্যেই খেলোয়াড়ের সিলেকটিভ আর্থ্রোস্কোপিক মেনিসেকটমি সম্পন্ন হবে।”
ইতালীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, ২৮ বছর বয়সী এই সেন্টার ব্যাক অন্তত এক মাস মাঠের বাইরে থাকতে পারেন। আগামী রবিবার সিরি আ লিগে উচ্চ ফর্মে থাকা কোমোর বিপক্ষে ম্যাচে তাকে পাবে না জুভেন্টাস।
ব্রেমারের এই চোট জুভেন্টাস কোচ ইগর তুদোরের জন্য বড় ধাক্কা। কারণ, দলের আরেক ডিফেন্ডার হুয়ান ক্যাবাল ইতোমধ্যে উরুর চোটে মাঠের বাইরে আছেন। তিনি চলতি মাসের শুরুতে চ্যাম্পিয়নস লিগে ভিয়ারিয়ালের বিপক্ষে ২-২ ড্র ম্যাচে ইনজুরিতে পড়েন।
বর্তমানে সিরি আ লিগে জুভেন্টাস পঞ্চম স্থানে আছে ১২ পয়েন্ট নিয়ে। সব প্রতিযোগিতা মিলিয়ে তারা টানা পাঁচটি ম্যাচ ড্র করেছে।