Wednesday, September 10, 2025
Homeজাতীয়পাটপণ্যে নকশার পাশাপাশি ব্যবহারিক দিকেও জোর দেওয়ার আহ্বান উপদেষ্টার

পাটপণ্যে নকশার পাশাপাশি ব্যবহারিক দিকেও জোর দেওয়ার আহ্বান উপদেষ্টার

দেশি ও আন্তর্জাতিক বাজারে অবস্থান মজবুত করতে উদ্যোক্তাদের প্রতি শেখ বশীর উদ্দিনের পরামর্শ

দেশি ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান মজবুত করতে পাটপণ্য তৈরিতে নকশার সৌন্দর্যের পাশাপাশি ব্যবহারিক দিকেও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্য ও বস্ত্র এবং পাট উপদেষ্টা শেখ বশীর উদ্দিন।

মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে পাট বহুমুখীকরণ কেন্দ্রের (জেডিপিসি) উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী বুটক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ কর্মশালার মূল বিষয় হলো পাটভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য টেকসই বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করা।

শেখ বশীর উদ্দিন বলেন, “আমরা যদি শুধু কৃত্রিম ফুল বা ফল তৈরি করি, তাহলে মানুষ হয়তো দেখবে, কিন্তু কিনবে না। উন্নতির জন্য এমন পণ্য তৈরি করতে হবে যা মানুষ ব্যবহার করবে এবং কিনবে।”

তিনি আরও জানান, সরকার দেশি ও বিদেশি বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করতে কাজ করছে এবং উদ্যোক্তা প্রশিক্ষণ সেই প্রচেষ্টার অংশ। তিনি বলেন, “প্রথমে আমরা ৩০ লাখ পাটের ব্যাগ বাজারে দিয়েছিলাম, পরে তা বাড়িয়ে ১ কোটি করি। এই ব্যাগ বাজারজাত করতে ৩০ থেকে ৪০ শতাংশ ভর্তুকি দিয়েছি এবং অর্থায়নের ব্যবস্থা করেছি। কিন্তু উদ্যোক্তাদের প্রচেষ্টা সন্তোষজনক ছিল না। একটি টেন্ডার প্রক্রিয়া শেষ করতে তাদের চার থেকে পাঁচ মাস লেগেছে, যা গ্রহণযোগ্য নয়।”

পাটপণ্যের বিক্রি বাড়াতে উদ্যোক্তাদের প্রতি তিনটি বিষয়ের ওপর জোর দেওয়ার আহ্বান জানান উপদেষ্টা। সেগুলো হলো পণ্যের ব্যবহারিক দিক নিশ্চিত করা, নকশার মান বাড়ানো এবং বাজারে প্রবেশাধিকার সক্ষমতা শক্তিশালী করা।

অনুষ্ঠানে জেডিপিসির মহাপরিচালক মো. জাহিদ হোসেন, বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের যুগ্মসচিব শায়লা ইয়াসমিন, গ্লোবাল স্ট্র্যাটেজিস্ট তারা মালহারে এবং আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রের প্রকল্প সমন্বয়ক ডাক ডাং ব্রুস বক্তব্য রাখেন।

তিন দিনব্যাপী এ কর্মশালায় পাটভিত্তিক ১০৫ জন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা প্রশিক্ষণ নিচ্ছেন।

RELATED NEWS

Latest News