Tuesday, July 1, 2025
Homeরাজনীতিআগে ন্যায়বিচার, তারপর সংস্কার ও নির্বাচন: জামায়াত নায়েবে আমির

আগে ন্যায়বিচার, তারপর সংস্কার ও নির্বাচন: জামায়াত নায়েবে আমির

ছাত্রসমাজ আর প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না, ভোট জালিয়াতি আর হবে না: মুজিবুর রহমান

আগে ন্যায়বিচার, তারপর সংস্কার, শেষে নির্বাচন—এ দাবি নিয়ে এগিয়ে যেতে চায় বাংলাদেশ জামায়াত-ই-ইসলামি। মঙ্গলবার (১০ জুন) নাটোরের বাগাতিপাড়া উপজেলা জামায়াত আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন দলের কেন্দ্রীয় নায়েবে আমির প্রফেসর মুজিবুর রহমান।

তিনি বলেন, ‘‘গত দিনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছে ছাত্রসমাজ। এবার আর আগের মতো ভোট ডাকাতি হতে দেবে না। তাই আমরা বলছি, আগে ন্যায়বিচার, তারপর সংস্কার, তারপর নির্বাচন।’’

মুজিবুর রহমান আরও বলেন, অতীতে দমনমূলক সরকারগুলো বলেছে, ‘‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব।’’ কিন্তু বাস্তবে তারা বলেছে, ‘‘আমি শুধু আমার নয়, অন্যের ভোটও দেব।’’ এমন নির্বাচন জনগণ ও ছাত্রসমাজ আর চায় না।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ভোটের নামে গণতন্ত্রের সঙ্গে প্রহসন করেছে। ২০১৪ সালে ভোট ছাড়াই এমপিদের নির্বাচিত করা হয়েছিল। ২০১৮ সালে ভোটগ্রহণ হয়েছে আগের রাতেই। আর ২০২৪ সালের নির্বাচনে জনগণ ভোটকেন্দ্রেই যায়নি।

তিনি বলেন, ‘‘২০২৪ সালের নির্বাচনে দেখা গেছে, ভোটারদের প্রয়োজন হয়নি। প্রার্থীদের আত্মীয়স্বজনই অন্যদের হয়ে ভোট দিয়েছে। এমনকি প্রার্থীর খুঁজে পাওয়াই কঠিন হয়ে পড়েছিল। আওয়ামী লীগ ডামি প্রার্থীদের দিয়ে নির্বাচনের নাটক করেছে।’’

জামায়াত নায়েবে আমির বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য দলের নেতাকর্মীদের আরও বেশি ত্যাগ ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে হবে।

গত বছরের ছাত্র আন্দোলনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘‘২০২৪ সালের আন্দোলনে আমরা শুনেছি ছাত্রসমাজের কণ্ঠে ন্যায়বিচারের দাবি। আমরাও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করছি।’’

তিনি আরও বলেন, গত ৫৪ বছরে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ও পুঁজিবাদের মতো মতাদর্শগুলো দেশে শান্তি আনতে পারেনি। কেবল কোরআনের আইনই ইহকাল ও পরকালে শান্তি নিশ্চিত করতে পারে বলে মত প্রকাশ করেন তিনি।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির প্রফেসর মো. ইউনুস আলী, জেলা সেক্রেটারি প্রফেসর মো. সাদিকুল রহমান, সহকারী সেক্রেটারি মো. আতিকুল ইসলাম রাসেল এবং নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের মনোনীত প্রার্থী মাওলানা মো. আবুল কালাম আজাদ।

RELATED NEWS

Latest News