জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “জুলাই আন্দোলন কেবল রাজনৈতিক ক্ষমতা পরিবর্তনের জন্য হয়নি।”
মঙ্গলবার গাইবান্ধায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত এক জনসভায় তিনি বলেন, “ছাত্র-জনতা রক্ত দিয়েছেন একটি ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে আরেকটি ফ্যাসিস্ট সরকার আনার জন্য নয়। বরং তারা রাস্তায় নেমেছিলেন গণতন্ত্র ও মানবিক অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশায়।”
২০২৪ সালের জুলাই গণআন্দোলনের স্মরণে এনসিপি মাসব্যাপী এ কর্মসূচি ঘোষণা করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার গাইবান্ধা জেলা থেকে শুরু হয় পদযাত্রা।
নাহিদ ইসলাম বলেন, “জুলাই আন্দোলন আমাদের ভয় ভেঙেছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সাহস দিয়েছে। আমরা চাই এমন একটি দেশ, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবেন, নিজেদের অধিকার নিয়ে কথা বলতে পারবেন।”
তিনি আরও বলেন, “জুলাই আন্দোলন আমাদের একটি নতুন দেশের জন্ম দিয়েছে, কিন্তু সেই দেশ গঠনের কাজ এখনও অসমাপ্ত। গাইবান্ধা থেকেই শুরু হচ্ছে নতুন করে দেশ গড়ার যাত্রা।”
তিনি সমাজে বিদ্যমান বৈষম্য ও অবিচারের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
এর আগে সকালে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সায়েদের কবর জিয়ারত করেন এনসিপি নেতারা।
মাসব্যাপী এই পদযাত্রা দেশের বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। এনসিপির পক্ষ থেকে জানানো হয়, আন্দোলনের স্মৃতিকে ধরে রাখার পাশাপাশি জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।