Thursday, July 31, 2025
Homeরাজনীতি৫ আগস্টের মধ্যে প্রকাশিত হবে জুলাই চার্টার: নাহিদ ইসলাম

৫ আগস্টের মধ্যে প্রকাশিত হবে জুলাই চার্টার: নাহিদ ইসলাম

গাজীপুরে এনসিপি সমাবেশে দলের আহ্বায়কের বক্তব্য

ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) এর আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, বহু প্রতীক্ষিত জুলাই চার্টারের খসড়া প্রস্তুত হয়েছে এবং আগামী ৫ আগস্টের মধ্যে তা প্রকাশের পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার গাজীপুর শহরের রাজবাড়ি সড়কে এনসিপি মহানগর ও জেলা ইউনিটের আয়োজিত এক পথসভায় তিনি এই কথা জানান।

তিনি বলেন, “১৯৯০ সালের গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো জনগণ এবং ছাত্রসমাজকে হতাশ করেছিল। এবার জুলাই চার্টারের ওপর রাজনৈতিক দলগুলোর ঐকমত্য থাকতে হবে এবং পূর্ণ আইনি ভিত্তিতে এর আলোকে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।”

নাহিদ ইসলাম জানান, খসড়া তৈরি সম্পন্ন হয়েছে এবং সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতের ভিত্তিতে এটি প্রকাশ করা হবে। তিনি বলেন, “যে সরকারই ক্ষমতায় আসুক, এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে হবে। আমরা আশা করছি ৫ আগস্টের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার ও রাজনৈতিক দলগুলো জুলাই চার্টার উপস্থাপন করবে।”

এর আগে সকালে এনসিপি শ্রীপুর উপজেলার মাওনায় আরেকটি সমাবেশ করে। নাহিদ ইসলাম জানান, সন্ত্রাসী হুমকি থাকা সত্ত্বেও এনসিপি আন্দোলন চালিয়ে যাবে। তিনি বলেন, “গোপালগঞ্জে আমাদের থামাতে পারেনি, গাজীপুরেও পারবে না। আমরা ৬৪ জেলায় পৌঁছেছি এবং আন্দোলন চলবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের প্রতিটি ইঞ্চি জমি মুক্ত করা হবে এবং দায়ীদের বিচারের আওতায় আনা হবে।”

সমাবেশে দলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, “শেখ হাসিনা সেনাবাহিনীকে নির্মাণকাজে এবং পুলিশকে রাজনৈতিক কাজে ব্যবহার করেছেন।” তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর রাজনৈতিক অপব্যবহার ঠেকাতে সংস্কার করা হবে এবং সুযোগ পেলে সেনাবাহিনী আধুনিকায়ন ও শক্তিশালী করা হবে।

এনসিপি সংগঠক সারজিস আলমের পরিচালনায় সমাবেশে দলের অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন।

RELATED NEWS

Latest News