প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা আর কেবল আকাঙ্ক্ষা নয়, এটি এখন বাস্তব রূপ নিচ্ছে।
বৃহস্পতিবার বরিশালে সুপ্রিম কোর্ট ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের শিরোনাম ছিল “বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা”।
প্রধান বিচারপতি বলেন, “সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠনের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা এখন আর দূরের স্বপ্ন নয়। এটি বাস্তব জীবনের অভিজ্ঞতা হয়ে উঠছে। এসব সংস্কার কেবল প্রযুক্তিগত পরিবর্তন নয়, বরং সাংবিধানিক কাঠামোকে সুরক্ষিত রাখার প্রয়োজনীয় সংশোধন।”
তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের উদ্যোগ জনগণের আস্থা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সেমিনারটি ছিল বিচার সংস্কার রোডম্যাপ বাস্তবায়ন সংক্রান্ত বছরব্যাপী প্রচারাভিযানের সমাপনী অনুষ্ঠান। এই প্রচারণা নেতৃত্ব দেন প্রধান বিচারপতি, যা ইউএনডিপি ও উন্নয়ন সহযোগীদের সহায়তায় পরিচালিত হয়।
বরিশাল সেমিনারের সভাপতিত্ব করেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি বলেন, “আমরা বিচার বিভাগের সর্বোচ্চ মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে ন্যায়বিচার শুধু হয় না, বরং তা জনগণের কাছে দৃশ্যমান হয়।”
অনুষ্ঠানে ইউএনডিপি’র রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ স্টেফান লিলার প্রধান বিচারপতির রোডম্যাপকে সরকারের সংস্কার কর্মসূচির মূল ভিত্তি হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, “রোডম্যাপটি এখন কেবল একটি নথি নয়, বরং রূপান্তরের জন্য একটি ব্যাপক সমর্থিত ঘোষণাপত্র। আঞ্চলিক সেমিনারগুলো এর লক্ষ্যগুলোকে বাস্তব রূপ দিয়েছে।”
বরিশালসহ ঢাকা, চট্টগ্রাম, মৌলভীবাজার, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও খুলনায় ইতিমধ্যে আটটি আঞ্চলিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।