জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিটু ক্যাম্পাসে দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন।
গতকাল বিকেলে জাকসু নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে স্বাধীন শিক্ষার্থী সম্মিলনের প্রার্থী জিটু ৩ হাজার ৩৩৪ ভোট পেয়ে সহ-সভাপতি পদে বিজয়ী হন।
নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জিটু গণমাধ্যমকে বলেন, “এই বিজয় আমি উৎসর্গ করছি চারুকলা বিভাগের প্রয়াত সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের প্রতি।”
তিনি আরও বলেন, “আমাদের প্রথম অগ্রাধিকার হবে দলীয় রাজনীতি বন্ধ করা। এসব কর্মকাণ্ড শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত করে। আমরা চাই নিরাপদ, শিক্ষাবান্ধব ক্যাম্পাস।”
জিটু জানান, দীর্ঘদিন শিক্ষার্থীরা জাকসু নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছিলেন। “এটি ছিল শিক্ষার্থীদের ন্যায্য অধিকার। ৩৩ বছর পর এই অধিকার আমরা ফিরে পেয়েছি। এখন আমাদের দায়িত্ব এটি রক্ষা করা।”
তিনি বলেন, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সবার সঙ্গে কাজ করাই হবে তাঁর প্রথম দায়িত্ব। “আমরা একসঙ্গে একটি অন্তর্ভুক্তিমূলক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে তুলব।”
