ঢাকার মিটফোর্ড এলাকায় এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় দ্রুত বিচারের দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।
শনিবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ইয়ার্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি। মিছিলটি শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয় এবং সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জাহাঙ্গীরনগর ছাত্রদলের আহ্বায়ক জাহির উদ্দিন বাবর বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানের এক বছর পরও সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যর্থ হয়েছে। অন্তর্বর্তী সরকারের শুরু থেকেই হত্যাকাণ্ড ও ধর্ষণের সঠিক বিচার হলে কেউ এমন পাথর নিক্ষেপের সাহস দেখাত না।”
আরও পড়ুন: মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা, জুলাই আন্দোলনের হুঁশিয়ারি জবি শিক্ষার্থীদের
তিনি অভিযোগ করে বলেন, “দেশজুড়ে একাধিক সহিংসতার ঘটনা ঘটলেও শুধু মিটফোর্ডের একটি ঘটনাকে কেন্দ্র করে গণমাধ্যমে বিএনপি ও ছাত্রদলের বিরুদ্ধে প্রচার চালানো হচ্ছে। এটা স্পষ্টভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”
বাবর আরও বলেন, “অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। খুনির পরিচয় সন্ত্রাসী ও সুবিধাভোগী। তাকে শাস্তির আওতায় আনতেই হবে।”
সমাবেশে জাহাঙ্গীরনগর ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক বলেন, “দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। খুন, গুম, সন্ত্রাস বেড়েই চলেছে। মিটফোর্ডের ব্যবসায়ী সোহাগ ও খুলনার যুবদল নেতার হত্যাকাণ্ডসহ সব হত্যার দ্রুত বিচার চাই।”
আরও পড়ুন: মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যায় বিএনপির নিন্দা ও নিরপেক্ষ তদন্তের আহ্বান
বিক্ষোভে ছাত্রদলের নেতারা দেশজুড়ে সহিংসতার প্রতিবাদ জানান এবং সকল হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে, তারা বলেন, অপরাধীর পরিচয় নয়, অপরাধই বিচারযোগ্য হওয়া উচিত।
বিশ্ববিদ্যালয় এলাকায় শান্তিপূর্ণভাবে মিছিল ও সমাবেশ শেষ হয়।