ডেইলি প্রতিদিনের বাণী রিপোর্ট
প্রকাশিত: ১৭ মে ২০২৫, ০৪:০২
নিজস্ব প্রতিবেদক — রাজধানী
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে অবশেষে তাদের চার দফা দাবি মেনে নিয়েছে সরকার।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম এক যৌথ ঘোষণায় এ তথ্য জানান।
তিন দিন ধরে শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের রাস্তায় অবস্থান কর্মসূচি ও গণঅনশন পালন করে আসছিলেন।
উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ের পরিচালন বাজেট বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা শিক্ষার্থীদের প্রথম দাবি পূরণে সহায়ক হবে।
দ্বিতীয় দাবি অনুযায়ী, আবাসন সংকট নিরসনে অস্থায়ী হল নির্মাণের কাজ দ্রুত শুরু করা হবে।
তৃতীয় দাবির অংশ হিসেবে দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়নের কাজ অগ্রাধিকার ভিত্তিতে শুরু হয়েছে বলেও তিনি জানান।
ইউজিসি চেয়ারম্যান বলেন, “আমরা এটি পরিবার হিসেবে দেখছি। সব দাবি বাস্তবায়নে একসঙ্গে বসে কাজ করব।”
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইউজিসি চেয়ারম্যান নিজ হাতে অনশনরত শিক্ষার্থীদের পানি পান করিয়ে অনশন ভাঙান।
চতুর্থ দাবির বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছউদ্দীন বলেন, “হামলার ঘটনায় পুলিশ দুঃখ প্রকাশ করেছে। সাত দিনের মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।”
এই ঘোষণার মধ্য দিয়ে শিক্ষার্থীদের চলমান আন্দোলন শান্তিপূর্ণভাবে শেষ হয়। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে স্বস্তির নিঃশ্বাস ফেলেন আন্দোলনকারীরা ও সংশ্লিষ্ট শিক্ষকরা।
বিশ্লেষকরা মনে করছেন, শিক্ষার্থীদের এ ধরনের সাংগঠনিক ও শান্তিপূর্ণ আন্দোলন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে, যা গণতান্ত্রিক পদ্ধতিতে সমাধানের পথ উন্মুক্ত করে।