জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা হাসিবুর রহমান শুক্রবার রাতে মারা গেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে তাকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
হাসিবুর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ভোলায়। তিনি বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন হোটেল স্টার কাবাবে আহ্বায়ক মেহেদী হাসান হিমেল এবং সদস্য সচিব শামসুল আরেফিনের সঙ্গে রাতের খাবার খাচ্ছিলেন হাসিবুর। হঠাৎ তিনি অসুস্থ বোধ করেন এবং খিঁচুনির মতো কাঁপতে থাকেন। তিনি শ্বাসকষ্টের কথাও জানান এবং কিছুক্ষণের মধ্যে চেয়ার থেকে পড়ে যান। সহপাঠীদের একজন তাকে ধরে মাটিতে পড়ে যাওয়া থেকে রক্ষা করেন।
এরপর তৎক্ষণাৎ সহপাঠীরা তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা ইসিজি করার পর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
হাসিবুর রহমানের মৃত্যুর খবরে বিশ্ববিদ্যালয় এলাকায় সহপাঠী ও সংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।