রোববার নতুন শিক্ষাবর্ষ ২০২৪–২৫ এর প্রথম বর্ষের অনার্স ও বিবিএ শ্রেণির ক্লাস শুরু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। দিনটি নবীন শিক্ষার্থীদের জন্য ছিল বিশেষভাবে উদযাপিত। প্রতিটি অনুষদ ও ইনস্টিটিউটে নবীনদের ফুল, কলম, একাডেমিক ক্যালেন্ডার, বইসহ নানা উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়।
রসায়ন বিভাগের শিক্ষার্থী ফারিয়া আক্তার বলেন, “আজ আমার বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিন। অনেক আনন্দ লাগছে। সবাই আমাদের অনেক আন্তরিকভাবে বরণ করেছেন।”
নবীনদের উদ্দেশ্যে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ এক সপ্তাহব্যাপী বিশেষ আয়োজনের সূচনা করে। এ অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শিশ হায়দার চৌধুরী ঘোষণা দেন, ২০২৩ সালের জুলাই মাসে শহীদ হওয়া জবি শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের স্মরণে প্রতিষ্ঠিত হবে একটি আধুনিক আইসিটি প্রশিক্ষণ কেন্দ্র, ইনকিউবেশন সেন্টার এবং ইনোভেশন হাব।
তিনি বলেন, “সাজিদ আমাদের গর্ব। তার স্মরণে এসব আধুনিক প্রযুক্তিনির্ভর কেন্দ্র গড়ে তোলা হবে যেন শিক্ষার্থীরা দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে পারে।”
নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক ছাত্র সংগঠনও অংশ নেয়। জাতীয়তাবাদী ছাত্রদল নবীনদের ফুল ও শুভেচ্ছা বার্তা দেয়। ইসলামী ছাত্রশিবির নবীনদের পবিত্র কোরআন শরীফ উপহার দেয়।
এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন র্যাগিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মল হক বলেন, “র্যাগিংয়ের মতো যেকোনো হয়রানি বরদাশত করা হবে না। আমরা একটি নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ পদক্ষেপ নেব।”
ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রেজাউল করিম নবীনদের উদ্দেশ্যে বলেন, “আমরা চাই শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনা, গবেষণা এবং নৈতিক উন্নয়নের মাধ্যমে তাদের ভবিষ্যৎ গড়ে তুলুক। সবার জন্য একটি সৃজনশীল ও গতিশীল একাডেমিক পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
উল্লেখ্য, এ বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা আয়োজন করে। পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় ৩১ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে, যেখানে ২৮১৫টি আসনের জন্য শিক্ষার্থীরা অংশ নেয়।