Friday, June 20, 2025
Homeরাজনীতিজাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনকে হত্যার হুমকি

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনকে হত্যার হুমকি

ডেইলি প্রতিদিনের বাণী রিপোর্ট
প্রকাশিত: ১৮ মে ২০২৫, ০৩:৫২
নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (জেএনপি) সদস্য সচিব আখতার হোসেনকে পরিবারসহ হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ মে) ডাকযোগে একটি চিঠি পাঠিয়ে এই হুমকি দেওয়া হয়। চিঠিটি তার গ্রামের বাড়িতে পৌঁছায় এবং তা গ্রহণ করেন তার বড় ভাই।

শনিবার (১৭ মে) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন আখতার হোসেন। তিনি লেখেন, “ডাকযোগে আমার গ্রামের বাড়িতে একটি চিঠি এসেছে, যেখানে আমাকে এবং আমার পরিবার-পরিজনকে খুন করার হুমকি দেওয়া হয়েছে।” চিঠির প্রেরক হিসেবে ‘বুলেট’ নামটি ব্যবহৃত হয়েছে বলে জানান তিনি।

আখতার আরও লেখেন, “চিঠিটা ডাকপিওন আমার বড় ভাইয়ের হাতে দিয়েছেন। চিঠির ভাষা দেখে বাড়ির সবাই দুশ্চিন্তায় পড়েছেন। যেখানে পাওয়া যাবে, সেখানে খুন করা হবে, ঝামেলায় ফেলা হবে— এমনই হুমকি দেওয়া হয়েছে।”

তার পোস্টে তিনি নিজের দৃঢ় অবস্থানের কথাও তুলে ধরেন। লেখেন, “বোনাস লাইফ লিড করছি। মৃত্যু কয়েকবার কাছে এসে ফিরে গেছে। মরতে হতে পারে জেনেও প্রতিবাদ থেকে পিছিয়ে যাইনি, আর হবোও না ইনশাআল্লাহ। আল্লাহর ওপর ভরসা।”

এই ঘটনার বিষয়ে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে রাজনীতিক মহলে বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকে আখতার হোসেনের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছেন।

এ ধরনের হুমকির ঘটনা নতুন নয়, তবে ডাকযোগে এমন বার্তা প্রেরণ রাজনীতিক নেতাদের নিরাপত্তা ব্যবস্থার প্রশ্ন তুলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের।

RELATED NEWS

Latest News