Saturday, July 5, 2025
Homeরাজনীতিজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৫ নেতা অব্যাহতি পেলেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৫ নেতা অব্যাহতি পেলেন

দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্রীয় সিদ্ধান্তে অব্যাহতি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের ১৫ নেতাকে দায়িত্বে অবহেলার অভিযোগে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

অব্যাহতি পাওয়া নেতারা হলেন: যুগ্ম আহ্বায়ক মো. হাসান, মাসুম রাহাত, রাজীব হাসান, সহানুর রহমান এবং সদস্য নূর হোসেন, ইসমাইল হোসেন বাকী, ফিরোজ আহমেদ রানা, তানভীর হোসেন, রিহাব হোসেন, ইমরান হোসেন, আবির হাসান, আতিকুর রহমান আকাশ, খন্দকার সাকিব আনজুম শরফি, সুলতান আহমেদ ও নাসির উদ্দিন মিয়া।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের দায়িত্বে অবহেলার কারণে উক্ত নেতাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।

উল্লেখ্য, চলতি বছরের ৮ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৭৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছিল কেন্দ্রীয় কমিটি। এরই ধারাবাহিকতায় চলমান কার্যক্রম পর্যবেক্ষণের ভিত্তিতে সংশ্লিষ্টদের অব্যাহতি দেওয়া হলো।

ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, সংগঠনের শৃঙ্খলা রক্ষায় এবং দায়িত্বশীল নেতৃত্ব প্রতিষ্ঠায় ভবিষ্যতেও এ ধরনের সিদ্ধান্ত অব্যাহত থাকবে।

RELATED NEWS

Latest News