হলিউড তারকা জেসন মোমোয়ার ১৬ বছর বয়সী ছেলে নাকোয়া-ওলফ মোমোয়া এবার ‘ডিউন: পার্ট থ্রি’ ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছে। তবে এ সাফল্যের পেছনে বাবার কোনো হাত নেই বলে স্পষ্ট জানিয়েছেন ‘আকোয়াম্যান’ খ্যাত এই অভিনেতা।
সম্প্রতি ‘এক্সট্রা’কে দেওয়া এক সাক্ষাৎকারে জেসন মোমোয়া বলেন, “ওর জীবনে একটা কঠিন বাস্তবতার মুখোমুখি হতে চলেছে। এটা ওর জীবনের প্রথম কর্মজীবনের অভিজ্ঞতা। আমি একদমই সাহায্য করিনি। ও নিজেই করেছে সবকিছু, আর আমি ওর জন্য গর্বিত।”
‘ডিউন’ সিরিজের পরিচালক ডেনি ভিলনভের সঙ্গে কাজ করা নাকোয়ার জন্য বিরাট অর্জন বলে মনে করেন মোমোয়া। তিনি বলেন, “আমি ১৯ বছর বয়সে ‘বেওয়াচ’-এ অভিনয় করেছিলাম, আর ও মাত্র ১৬ বছর বয়সেই ডেনির সঙ্গে কাজ করছে। আমি ওর বয়সে এটা পারতাম না।”
নাকোয়া-ওলফ ছবিতে লেটো সেকেন্ড চরিত্রে অভিনয় করছে বলে জানা গেছে, যেখানে তার বিপরীতে থাকবেন ইদা ব্রুকসের ঘানিমা। ফ্রাঙ্ক হারবার্টের বিখ্যাত ‘ডিউন মেসাইয়া’ উপন্যাস অনুযায়ী, লেটো ও ঘানিমা হলেন পল আত্রেইদেস (টিমোথি চালামেট) ও চানি (জেনডায়া) দম্পতির যমজ সন্তান।
এদিকে জেসন মোমোয়া নিজেও ‘ডিউন: পার্ট ওয়ান’-এ ডানকান আইডাহোর ভূমিকায় অভিনয় করেছিলেন এবং তৃতীয় কিস্তিতে আবার সেই চরিত্রে ফিরবেন বলে জানা গেছে, যদিও দ্বিতীয় কিস্তিতে তিনি ছিলেন না।
মোমোয়া ও তার সাবেক স্ত্রী লিসা বোনেটের দুই সন্তানের মধ্যে নাকোয়া-ওলফ একজন। অপরজন তাদের মেয়ে লোলা আইওলানি মোমোয়া।
নিজের সন্তানের আত্মবিশ্বাস সম্পর্কে বলতে গিয়ে মোমোয়া বলেন, “আমরা ওকে ভালোবাসা আর আত্মবিশ্বাস দিয়ে বড় করেছি। এখন ওর মধ্যেই সেটার প্রতিফলন দেখি। ও খুব আত্মবিশ্বাসী।”
হলিউডের প্রতিযোগিতামূলক দুনিয়ায় তারকা-সন্তানদের জন্য সুযোগ পাওয়া তুলনামূলক সহজ হলেও, নাকোয়া-ওলফ নিজ চেষ্টাতেই পথ গড়েছে। আর এ বিষয়টি নিয়ে গর্বিত তার বাবা জেসন মোমোয়া।