মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রভাবশালী জামাই জ্যারেড কুশনার রোববার ইসরায়েলে পৌঁছেছেন। গাজা যুদ্ধ অবসানের মার্কিন পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করবেন তিনি। বিষয়টির সঙ্গে পরিচিত একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্রটি নাম প্রকাশ না করার শর্তে বলেন, সোমবার কুশনার নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন। বৈঠকটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। হোয়াইট হাউস ও নেতানিয়াহুর কার্যালয় রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেয়নি।
ট্রাম্প সেপ্টেম্বরে গাজায় দুই বছরের যুদ্ধ অবসানের ২০ দফা পরিকল্পনা ঘোষণা করেন। এতে ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হয় এবং হামাসের হাতে আটক জিম্মিদের হস্তান্তর শুরু হয়।
১০ অক্টোবর থেকে হামাস গাজা থেকে ২০ জন জীবিত জিম্মি এবং ২৪ জনের মরদেহ ছাড়িয়েছে। চারজন মৃত জিম্মির মরদেহ এখনো গাজায় রয়েছে।
যুদ্ধবিরতির পরবর্তী ধাপে বহুজাতিক বাহিনী গঠন করা হবে। এটি ধীরে ধীরে গাজার নিরাপত্তা দায়িত্ব ইসরায়েলি সেনাবাহিনীর কাছ থেকে নেবে।
রোববার ইসরায়েলি সরকারের এক মুখপাত্র জানান, বহুজাতিক বাহিনীর অংশ হিসেবে গাজায় কোনো তুর্কি সৈন্য থাকবে না।
গাজায় তুর্কি বাহিনীর প্রতি ইসরায়েলের আপত্তি প্রসঙ্গে এ মাসের শুরুতে মানামা নিরাপত্তা সম্মেলনে যুক্তরাষ্ট্রের তুরস্কে রাষ্ট্রদূত টম ব্যারাক বলেন, তুরস্ক অংশ নেবে।
গত মাসে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, আঙ্কারার জন্য গঠনমূলক ভূমিকা থাকবে। তবে বিদেশি সৈন্য ইসরায়েলের মাটিতে মোতায়েন প্রসঙ্গে ওয়াশিংটন ইসরায়েলের ওপর কিছু চাপিয়ে দেবে না।
কুশনারের এ সফর ট্রাম্পের গাজা পরিকল্পনা বাস্তবায়নে মার্কিন প্রচেষ্টার অংশ। যুদ্ধবিরতি কার্যকরের পর এটি উল্লেখযোগ্য কূটনৈতিক পদক্ষেপ। (সূত্র: রয়টার্স, এএফপি)
