ঢাকার উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর জেট বিমানের দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইওয়ায়া তাকেশি। তিনি বলেন, “ঢাকার উত্তরা এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর জেট দুর্ঘটনায় বহু মূল্যবান প্রাণ হারানোর খবরে আমি গভীরভাবে শোকাহত।”
মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বরাবর পাঠানো এক বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন। বার্তায় তিনি আরও উল্লেখ করেন, “আমি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) তথ্যমতে, এই দুর্ঘটনায় মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৩১ জনে পৌঁছেছে।
উল্লেখ্য, সোমবার মিলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ জেট বিধ্বস্ত হলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এই দুর্ঘটনার প্রেক্ষিতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং আন্তর্জাতিক মহল থেকেও শোকবার্তা আসতে শুরু করেছে।
জাপানের এই সহমর্মিতা বার্তা দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ও বন্ধুত্বের আরেকটি দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা।