ইংল্যান্ডের অভিজ্ঞ স্ট্রাইকার জেমি ভার্ডি নতুন ঠিকানা খুঁজে পেয়েছেন ইতালিতে। লেস্টার সিটির হয়ে ১৩ মৌসুম খেলার পর ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড সেরি আ ক্লাব ক্রেমনেজের সঙ্গে চুক্তি করেছেন। মঙ্গলবার ক্লাবটি বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।
ক্রেমনেজে জানিয়েছে, ভার্ডির সঙ্গে তাদের চুক্তি আগামী জুন পর্যন্ত চলবে, যেখানে নবায়নের সুযোগও রাখা হয়েছে।
গত এপ্রিলে ঘোষণা আসে, মৌসুম শেষে লেস্টার ছেড়ে যাবেন ভার্ডি। এরপর মে মাসে নিজের ৫০০তম ও বিদায়ী ম্যাচে গোল করে দলকে বিদায় জানান তিনি। সেটিই ছিল তার ক্লাবের হয়ে ২০০তম গোল।
লেস্টারে খেলার সময়ে ২০১৬ সালে ইতিহাস গড়েন ভার্ডি। সে মৌসুমে তিনি টানা ১১ ম্যাচে গোল করেন এবং অপ্রত্যাশিতভাবে দলকে প্রিমিয়ার লিগের শিরোপা জিততে সহায়তা করেন। সেই শিরোপা জয়কে এখনো ফুটবল ইতিহাসের অন্যতম সেরা আন্ডারডগ সাফল্য হিসেবে ধরা হয়।
ক্রেমনেজে সম্প্রতি সেরি বি প্লে-অফ জিতে দুই মৌসুম পর সেরি আতে ফিরেছে। নতুন মৌসুমে শুরুটা দারুণ করেছে দলটি। প্রথম ম্যাচে তারা শক্তিশালী এসি মিলানকে হারিয়ে চমক সৃষ্টি করে। এরপর সাসসুয়োলোর বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জয় পেয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়েছে।
নতুন ক্লাবের হয়ে কেমন পারফরম্যান্স করবেন জেমি ভার্ডি, তা এখন ফুটবল ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু।