হারিকেন মেলিসার ধ্বংসযজ্ঞের পর জ্যামাইকা জুড়ে অস্থায়ী ফিল্ড হাসপাতাল স্থাপনের ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ভয়াবহ এই ঘূর্ণিঝড়ে পুরো ক্যারিবীয় অঞ্চলে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে, এবং সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার পর্যন্ত জ্যামাইকায় নিশ্চিত মৃতের সংখ্যা ১৯ হলেও স্বাস্থ্যমন্ত্রী ক্রিস্টোফার টাফটন জানিয়েছেন, “আমি ধারণা করছি সংখ্যা আরও বেশি, কারণ এখনো অনেক এলাকায় পৌঁছানো সম্ভব হয়নি।”
অন্যদিকে, হাইতির সিভিল প্রোটেকশন বিভাগ জানিয়েছে, দেশটিতে অন্তত ৩১ জন মারা গেছেন।
হারিকেন মেলিসা ক্যাটাগরি-৫ মাত্রার এক ভয়ংকর ঘূর্ণিঝড় হিসেবে জ্যামাইকা অতিক্রম করে। এটি দ্বীপটির ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ঝড়, যার বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০০ কিলোমিটারের কাছাকাছি পৌঁছায় এবং ব্যাপক বৃষ্টিপাত ঘটায়।
পশ্চিম জ্যামাইকার হাসপাতালগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সরকার জরুরি চিকিৎসা সেবা বজায় রাখতে একাধিক ফিল্ড হাসপাতাল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।
প্রথম ফিল্ড হাসপাতালটি ব্ল্যাক রিভারে স্থাপন করা হবে—এলাকাটি সবচেয়ে ক্ষতিগ্রস্ত প্রদেশের রাজধানী। টাফটন জানান, “সুবিধাটি আগামীকাল পৌঁছানোর কথা রয়েছে এবং সঙ্গে সঙ্গেই সেটআপ শুরু হবে। এতে একটি পূর্ণাঙ্গ অপারেশন থিয়েটার, ডায়াগনস্টিক সরঞ্জাম ও সহায়ক চিকিৎসক দল থাকবে।”
তিনি আরও জানান, পরবর্তী সপ্তাহের মধ্যে হাসপাতালটি চালু করা হবে। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং স্পেন, কানাডা ও ভারতের সহায়তায় আরও কয়েকটি অস্থায়ী হাসপাতাল স্থাপনের পরিকল্পনা রয়েছে।
