Friday, August 1, 2025
Homeরাজনীতিআইনগত বাধ্যবাধকতা না হলে জুলাই চার্টার নিয়ে মামলা করবে জামায়াত

আইনগত বাধ্যবাধকতা না হলে জুলাই চার্টার নিয়ে মামলা করবে জামায়াত

দলটির নায়েবে আমির তাহেরের হুঁশিয়ারি, সময় নষ্টের ক্ষতিপূরণ চেয়ে মামলা করা হবে

জামায়াতে ইসলামি হুঁশিয়ারি দিয়েছে যে, জুলাই চার্টারকে আইনগত বাধ্যবাধকতা না দিলে তারা সরকারের বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে মামলা করবে।

বৃহস্পতিবার পররাষ্ট্র সেবা একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, “জুলাই চার্টার আইনগত বাধ্যবাধকতা না পেলে জামায়াত এতে স্বাক্ষর করবে না। আমরা জাতীয় ঐক্যমতের নামে দীর্ঘ সময় ব্যয় করেছি। যদি এটি আইনগতভাবে কার্যকর না হয়, তাহলে আমাদের সময় নষ্টের জন্য ক্ষতিপূরণ চেয়ে মামলা করব।”

বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দল রাষ্ট্র সংস্কার সংক্রান্ত প্রতিশ্রুতিগুলোকে নিয়ে “জুলাই চার্টার” প্রণয়নে জাতীয় ঐক্যমতের কমিশনের সঙ্গে আলোচনা চালাচ্ছে। এর মাধ্যমে আসন্ন নির্বাচিত সরকার রাষ্ট্র সংস্কারের অঙ্গীকারগুলো বাস্তবায়ন করবে।

তবে বিএনপি ও সমমনা দলগুলো বলছে, চার্টারের জন্য শুধু লিখিত অঙ্গীকারই যথেষ্ট, আইনগত বাধ্যবাধকতার প্রয়োজন নেই।

এ প্রসঙ্গে তাহের বলেন, “আইনগতভাবে এটি বাস্তবায়নের সুযোগ রয়েছে। সরকার যদি আইনগতভাবে চার্টার কার্যকর না করে, তাহলে জামায়াত এতে স্বাক্ষর করবে না।”

তিনি আরও জানান, জাতীয় ঐক্যমতের কমিশনকেও মামলার আসামি করা হবে যদি প্রতিশ্রুতি কার্যকর না হয়।

এ সময় তিনি সংসদের উচ্চকক্ষ নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ভোট ব্যবস্থা চালুর দাবিও পুনর্ব্যক্ত করেন। তাহের দাবি করেন, বিশ্বের প্রায় ৯০টি দেশে এ ব্যবস্থা বিদ্যমান, দেশের অর্থনৈতিক অবস্থার সঙ্গে এর সম্পর্ক নেই।

RELATED NEWS

Latest News