Wednesday, January 28, 2026
Homeরাজনীতিজামায়াতে ইসলামি পাচ্ছে নিবন্ধন ও পুরোনো প্রতীক, জানালো নির্বাচন কমিশন

জামায়াতে ইসলামি পাচ্ছে নিবন্ধন ও পুরোনো প্রতীক, জানালো নির্বাচন কমিশন

বাংলাদেশ জামায়াতে ইসলামি খুব শিগগিরই পুনরায় নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যাচ্ছে। সেই সঙ্গে দলটি ফিরে পাবে তাদের ঐতিহ্যবাহী নির্বাচনী প্রতীক ‘দাড়িপাল্লা’। বুধবার নির্বাচন কমিশনের এক বৈঠক শেষে কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান।

আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। উপস্থিত ছিলেন অন্যান্য নির্বাচন কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কমিশনার সানাউল্লাহ বলেন, “জামায়াতে ইসলামি পুনরায় নিবন্ধন পাবে। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কমিশন ইতোমধ্যেই এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।”

দলের নির্বাচনী প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, “দাড়িপাল্লা প্রতীকটিও ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে কমিশনের অবস্থান স্পষ্ট।”

প্রসঙ্গত, ২০১৩ সালে আদালতের এক রায়ে জামায়াতের গঠনতন্ত্রকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হয়। এরপর থেকেই দলটির নিবন্ধন বাতিল হয়ে যায় এবং তারা নির্বাচনে অংশগ্রহণের বৈধতা হারায়। তবে সাম্প্রতিক সময়ে দলটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে, আর এই প্রেক্ষাপটেই নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্ত এলো।

এদিকে একই অনুষ্ঠানে নির্বাচন কমিশনার ইশরাক হোসেন প্রসঙ্গে বলেন, “ইশরাকের বিষয়ে আমাদের দায়িত্ব শেষ হয়েছে গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই। শপথ গ্রহণ নির্বাচন কমিশনের আওতাভুক্ত নয়।”

তিনি আরও বলেন, “নির্বাচনের সময়সূচি ঘোষণা থেকে শুরু করে ফলাফল গেজেট আকারে প্রকাশ পর্যন্ত সব দায়িত্ব ইসি পালন করেছে। আমরা আমাদের সাংবিধানিক দায়িত্ব সম্পন্ন করেছি।”

RELATED NEWS

Latest News