রংপুর জেলা স্কুল মাঠে শুক্রবার অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর এক মহাসমাবেশে দলটির আমির ডা. শফিকুর রহমান নির্বাচনী ব্যবস্থা নিয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, “আওয়ামী লীগের মতো প্রশাসনিক কূটচাল প্রয়োগ করে আরেকটি নির্বাচন করার চেষ্টা হলে তা প্রতিরোধ করা হবে।”
রংপুর মহানগর ও জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা সম্পূর্ণ সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ। কালো টাকার প্রভাবে নির্বাচন প্রভাবিত করার অপচেষ্টা চলছে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে বিচারবহির্ভূত শাস্তির ঘটনা নতুন নয়। ১৯৭২ সাল থেকেই এ ধরনের ঘটনা ঘটছে। কিন্তু আইন নিজের হাতে নেওয়ার অধিকার কারো নেই।”
সম্প্রতি লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলার প্রসঙ্গে বিএনপিকে ইঙ্গিত করে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, “তারা গোটা দেশকে আরেকটি পাটগ্রামে পরিণত করতে চায়।”
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “শেখ হাসিনা অতীতে একতরফা নির্বাচন করেছিলেন, কিন্তু গণপ্রতিরোধে তাকে পিছু হটতে হয়েছিল। এবারও আমরা আরেকটি ফ্যাসিবাদী শাসন মেনে নেব না।”
সমাবেশে সভাপতিত্ব করেন রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান। বক্তব্য রাখেন সদ্য মুক্তিপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম, দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পারওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম এবং কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান বেলালসহ আরও অনেকে।
সমাবেশে জামায়াত রংপুর বিভাগের আটটি জেলার ৩৩টি আসনে নিজেদের প্রার্থীদের পরিচয় করিয়ে দেয় এবং প্রতিটি আসনে জয়ী হওয়ার ব্যাপারে আশাবাদ প্রকাশ করে।
সকাল থেকেই আট জেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল এসে জমায়েত হতে থাকে। দুপুর নাগাদ পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়।
এই সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল লক্ষণীয়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গেছে।