Sunday, July 20, 2025
Homeরাজনীতিজামায়াতের জাতীয় সমাবেশে পিআর নির্বাচনের দাবি ও রাজনৈতিক ঐক্যের ডাক

জামায়াতের জাতীয় সমাবেশে পিআর নির্বাচনের দাবি ও রাজনৈতিক ঐক্যের ডাক

সুপ্রতিনিধিত্বমূলক নির্বাচনী ব্যবস্থার আহ্বান, সংবিধান সংস্কার ও ঐক্যের ডাক দিল জামায়াতসহ বিভিন্ন দল

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে শনিবার একত্রিত হন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদসহ একাধিক ‘ফ্যাসিবাদবিরোধী’ রাজনৈতিক দলের নেতারা।

সমাবেশে বক্তারা সুপ্রতিনিধিত্বমূলক (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন বা পিআর) নির্বাচন, সংবিধান সংস্কার এবং তথাকথিত “ফ্যাসিবাদী শক্তির” বিরুদ্ধে রাজনৈতিক ঐক্যের আহ্বান জানান।

এনসিপির উত্তরাঞ্চলীয় প্রধান সংগঠক সারজিস আলম বলেন, “আমাদের স্বপ্ন আজও পূরণ হয়নি। নতুন সংবিধান চাই, সংবিধান সভার মাধ্যমে নির্বাচন চাই।”

তিনি অভিযোগ করেন, “মুজিববাদী pro-India শক্তিগুলো আবার সক্রিয় হচ্ছে। রাজনৈতিক ভিন্নমত থাকতেই পারে, তবে এই ইস্যুতে সব বিপ্লবীর ঐক্য জরুরি।”

সমাবেশে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন অভিযোগ করেন, “আওয়ামী লীগ জাতিকে প্রতারণা করেছে। তারা পিআর নির্বাচন বাস্তবায়ন ঠেকিয়েছে।”

তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবের মাধ্যমে সব ধর্ম-বর্ণের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, সেটিই আমাদের প্রত্যাশা।”

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব ড. গোবিন্দ চন্দ্র প্রামাণিক আওয়ামী লীগ ও বিএনপিকে হিন্দু সম্প্রদায়কে “বঞ্চিত ও বিভ্রান্ত করার” অভিযোগ করেন।

আরও পড়ুন: সমাবেশ চলাকালীন অসুস্থ জামায়াত আমির ড. শফিকুর হাসপাতালে ভর্তি

তিনি সংখ্যালঘুদের জন্য পৃথক নির্বাচনী ব্যবস্থা ও পিআর ভিত্তিক নির্বাচনের দাবি জানান।

জামায়াতে ইসলামীর সাত দফা দাবি সমাবেশে তুলে ধরা হয়, যা ইসলামী আন্দোলন বাংলাদেশ পূর্ণ সমর্থন জানায়।

ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ বলেন, “৫ আগস্ট না হলে আজকের জাতীয় সমাবেশ হতো না। সাত দফা দেশের জন্য কল্যাণকর।”

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, “গত ১১ মাসে স্থানীয় সরকার নির্বাচন হয়নি। জনগণ কষ্টে আছে। অবিলম্বে নির্বাচন দিতে হবে।”

তিনি বলেন, “সার্বভৌমত্ব ও জাতীয় ইস্যুতে আমাদের একসাথে কাজ করতে হবে। জামায়াত সাত দফা দিয়েছে, এর জন্য আরেকটি বিপ্লব দরকার।”

সমাবেশে সাবেক মালয়েশিয়ান বিএনপির সহ-সামাজিক কল্যাণ সম্পাদক ফয়জুল হক বলেন, “ড. শফিকুর রহমান ২০২৪ সালের আন্দোলনের রূপকার। আজকের বিপ্লব তার নেতৃত্বেই এসেছে।”

ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক সাদিক কায়েম বলেন, “বাংলাদেশে আগামী বিপ্লব হবে ইসলামী বিপ্লব।”

তিনি বলেন, “এই সমাবেশ থেকে আমাদের ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বার্থে কাজ করতে হবে। সাত দফা বাস্তবায়নে নতুন বিপ্লব অপরিহার্য।”

আরও পড়ুন | সুস্থ আছেন জামায়াত আমির, ইবনে সিনা হাসপাতালে দেখতে গেলেন মির্জা ফখরুল

তবে জামায়াত তাদের দীর্ঘদিনের মিত্র বিএনপিকে সমাবেশে আমন্ত্রণ জানায়নি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

জামায়াতের নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “শুধু পিআর সমর্থনকারী দলগুলোকেই আমন্ত্রণ জানানো হয়েছে।”

এবি পার্টিকেও আমন্ত্রণ জানানো হয়নি, যদিও দলটি পিআর সমর্থন করে।

এক সিনিয়র জামায়াত নেতা জানান, “মনজু বারবার জামায়াতকে সমালোচনা করায় কর্মীরা ক্ষুব্ধ ছিলেন। আমন্ত্রণ জানালে সমস্যা হতো।”

সমাবেশে অংশ নেয় এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জাগপা, জনতার অধিকার পার্টিসহ একাধিক দল।

দলগুলোর পক্ষ থেকে ফ্যাসিবাদবিরোধী ঐক্য ও পিআর নির্বাচনের ভিত্তিতে নতুন রাজনৈতিক ভবিষ্যতের ডাক দেওয়া হয়।

RELATED NEWS

Latest News