বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর শফিকুর রহমান বলেছেন, জুলাই বিদ্রোহে সংঘটিত গণহত্যার বিচার ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কারের আগে নির্বাচন আয়োজন করা হলে জাতীয় সংকট দেখা দিতে পারে।
মঙ্গলবার রাজধানীতে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল আয়োজিত জুলাই বিদ্রোহ স্মরণসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “বিচার, সংস্কার ও নির্বাচন সমান্তরালভাবে চালাতে হবে। যদি এর কোনো একটি থেকে বিচ্যুতি ঘটে, তাহলে আবারও জাতীয় সংকট তৈরি হতে পারে।”
জামায়াত আমীর বলেন, শহীদদের পরিবারগুলো দৃশ্যমান বিচার ছাড়া নির্বাচন মেনে নেবে না। অন্তত যারা হত্যাকাণ্ডে জড়িত ছিল, তাদের কয়েকজনকেও উন্মুক্ত আদালতে জবাবদিহির মুখোমুখি করতে হবে।
বিচার প্রসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, জবাবদিহি অবশ্যই স্বচ্ছ ও ন্যায্য হতে হবে, যাতে অপরাধীরা কোনো ছাড় না পায়। জামায়াত এই প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করবে এবং দণ্ডমুক্তির সংস্কৃতি দূর করতে চায়।
তিনি আরও বলেন, ভবিষ্যতে জামায়াত সরকারে থাকুক বা বিরোধী দলে থাকুক, তাদের ভূমিকা হবে স্পষ্ট, ন্যায্য ও নির্ভীক।
শফিকুর রহমান বলেন, “আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। আমরা আমাদের বিবেক ও জাতির কাছে দায়বদ্ধ।”
তিনি প্রত্যাশা প্রকাশ করেন, যে দলই পরবর্তী সরকার গঠন করুক না কেন, তারা জনগণের আস্থা রক্ষা করবে, যাতে কোনো পক্ষ তাদের বিশ্বাসঘাতকতার অভিযোগ না আনতে পারে।