বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ড. শফিকুর রহমান বলেছেন, তার দল ক্ষমতায় গেলে আর কোনো নাগরিককে অধিকার আদায়ের জন্য রাস্তায় নামতে হবে না। সুষ্ঠু বিচার ও ন্যায্য প্রাপ্যতা নিশ্চিত করা হবে।
শনিবার ঢাকার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এফডিইবি) বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. শফিকুর রহমান তার বক্তব্যে তিনটি মূল অঙ্গীকার তুলে ধরেন।
শিক্ষা সংস্কার
তিনি বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা দুর্বল এবং এটি অনৈতিকতা ও দুর্নীতিকে উৎসাহিত করছে। এ ব্যবস্থা সংস্কার করে নৈতিকতাভিত্তিক বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। প্রত্যেক শিক্ষার্থী যেন স্নাতক শেষে কর্মসংস্থান বা উদ্যোক্তা হওয়ার সুযোগ পায়, সে বিষয়টি নিশ্চিত করা হবে।
দুর্নীতিমুক্ত প্রশাসন
জামায়াত আমির দুর্নীতি ও ঘুষের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন। তিনি বলেন, “আমরা একটি নষ্ট বাংলাদেশকে পরিবর্তন করতে চাই। পাঁচ বছরে হয়তো বুলেট ট্রেন চালু করতে পারব না, কিন্তু এক্সপ্রেস ট্রেন চালু করতে পারব, ইনশাআল্লাহ।”
ন্যায্য মজুরি কাঠামো
পুলিশ সদস্যদের ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালনের পরও ন্যায্য বেতন না পাওয়ার সমালোচনা করেন শফিকুর রহমান। তিনি বলেন, “এটি অন্যায়। তাদের যথাযথ সম্মান ও ন্যায্য বেতন দিতে হবে। এর বাইরে সমাজে শান্তি আসবে না।”
তিনি আরও বলেন, জামায়াত এমন একটি সমাজ গড়তে চায় যেখানে কেউ অধিকার থেকে বঞ্চিত হবে না এবং নাগরিকদের আর আন্দোলনে নামতে হবে না।
সম্মেলনে সভাপতিত্ব করেন এফডিইবির ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী আবদুচ সাত্তার। কেন্দ্রীয় উপদেষ্টা ও জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম, সাইফুল আলম মিলন ও ইহসানুল মাহবুব জুবায়েরও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।