বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমানের হৃদযন্ত্রে তিনটি বড় ব্লক ধরা পড়েছে এবং তিনি শিগগিরই দেশে বাইপাস সার্জারি করাবেন। দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার রাতে গণমাধ্যমকে জামায়াত আমিরের ব্যক্তিগত সহকারী নাজরুল ইসলাম জানান, শফিকুর রহমান বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা তার হৃদরোগে তিনটি বড় ব্লক শনাক্ত করেছেন।
এদিকে জামায়াতের ধানমন্ডি থানা আমির এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম এক ফেসবুক পোস্টে জানান, পরিবারের সদস্য ও ব্যক্তিগত চিকিৎসকরা বিদেশে চিকিৎসার পরামর্শ দিলেও শফিকুর রহমান নিজেই দেশে সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন।
গত ১৯ জুলাই সুহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে বক্তৃতা দেয়ার সময় শফিকুর রহমান দুবার অসুস্থ হয়ে পড়েন। তিনি বাকিটা সময় বসে থেকে বক্তব্য শেষ করেন এবং পরে তাকে হাসপাতালে নেয়া হয়।
এরপর থেকে ধারাবাহিকভাবে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। সর্বশেষ পরীক্ষার পর চিকিৎসকরা হৃদযন্ত্রে তিনটি ব্লক শনাক্ত করেন এবং বাইপাস সার্জারির পরামর্শ দেন।