ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) এবং নেপালের ফার ওয়েস্টার্ন ইউনিভার্সিটি (এফডাব্লিইউ) শিক্ষাক্ষেত্রে যৌথ গবেষণা, শিক্ষার্থী বিনিময় এবং একাডেমিক কার্যক্রমকে এগিয়ে নিতে পাঁচ বছরের একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
২৫ জুন নেপালে ফার ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ক্যাম্পাসে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
আইইউবির পক্ষে উপাচার্য অধ্যাপক এম তামিম এবং এফডাব্লিইউ-র পক্ষে উপাচার্য অধ্যাপক ড. হেম রাজ পান্ত এই চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইইউবির অন্যান্য প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ফার্মেসি ও পাবলিক হেলথ স্কুলের ডিন ড. কামরান উল বাশেত এবং পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. হাফিজুর রহমান।
অন্যদিকে, এফডাব্লিইউর পক্ষ থেকে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক ড. বিনোদ লেখক, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কিশন দত্ত ভট্ট, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রাজেন্দ্র প্রসাদ ভট্ট, নির্বাহী পরিষদের সদস্য সহযোগী অধ্যাপক হরিকৃষ্ণ কদায়েত, উপাচার্যের সচিব সহকারী অধ্যাপক প্রকাশ পান্ত এবং প্রশাসনিক কর্মকর্তা মীন রাজ ভট্ট ও নবীন বাহাদুর বাম।
চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, একযোগে গবেষণার তত্ত্বাবধান, একাডেমিক সেমিনার ও প্রকাশনায় অংশগ্রহণসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
এছাড়া, উভয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম প্রচার, সাংস্কৃতিক বিনিময় এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির লক্ষ্যেও কাজ করবে এই অংশীদারিত্ব।
উভয় প্রতিষ্ঠানের মনোনীত প্রতিনিধিদের মাধ্যমে এই চুক্তির কার্যকর বাস্তবায়ন তদারকি করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।