গাজা উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছানোর জন্য যাত্রা করা একটি বহর আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। বুধবার রাতে আন্তর্জাতিক জলসীমায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আয়োজক সংগঠন গ্লোবাল সামুদ ফ্লোটিলা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গাজা সময় রাত সাড়ে ৮টার দিকে (বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিট), ফ্লোটিলার অন্তর্ভুক্ত কয়েকটি জাহাজকে ইসরায়েলি বাহিনী আটক করে। আটক হওয়া জাহাজগুলোর মধ্যে আলমা, সিরিয়াস ও আদারা উল্লেখযোগ্য।
ফ্লোটিলার বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি দখলদার বাহিনী আন্তর্জাতিক জলসীমায় অবৈধভাবে এসব জাহাজে প্রবেশ করে। এতে করে বহরের লাইভ সম্প্রচার বন্ধ হয়ে যায় এবং বেশ কয়েকটি জাহাজের সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায়।
সংগঠনটির দাবি, এ বহরের উদ্দেশ্য ছিল অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া। তবে আটক হওয়া জাহাজগুলোর ক্রু ও যাত্রীদের অবস্থা সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে এ ঘটনায় এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। গাজা উপত্যকায় চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে এ ধরনের বহর আটক হওয়ায় আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
