ইসরায়েল গাজা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে বন্দিদের স্থানান্তর শুরু করেছে। শনিবার দেশটির কারা প্রশাসন জানায়, বন্দিদের মুক্তির প্রক্রিয়া শুরু করার জন্য দুইটি কারাগারে স্থানান্তর করা হয়েছে।
ইসরায়েলি কারা বিভাগ এক বিবৃতিতে জানায়, হাজারেরও বেশি কর্মকর্তা ও কর্মী রাতে কাজ করেছেন সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে, যার শিরোনাম ছিল “সব ইসরায়েলি জিম্মির মুক্তির কাঠামো”।
এই যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েল মোট ২৫০ জন বন্দিকে মুক্তি দেবে। তাদের মধ্যে কয়েকজন আজীবন কারাদণ্ডপ্রাপ্ত, যাদের ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ রয়েছে।
বিনিময়ে হামাসের হাতে থাকা ৪৮ জন ইসরায়েলি জিম্মিকে, জীবিত ও মৃত উভয়কেই, সোমবারের মধ্যে মুক্তি দেওয়ার কথা রয়েছে।
চুক্তিটি মূলত হামাসের হাতে থাকা বেসামরিক ও সামরিক জিম্মিদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে করা হয়েছে। এ প্রক্রিয়া সফল হলে যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়তে পারে বলে আন্তর্জাতিক মহল আশা করছে।
ইসরায়েলি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বন্দিদের মুক্তি ও জিম্মিদের প্রত্যাবর্তন সমন্বিতভাবে পর্যবেক্ষণ করবে সংশ্লিষ্ট সংস্থা। মানবিক বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে কর্মকর্তারা জানান।