ডেইলি প্রতিদিনের বাণী রিপোর্ট
প্রকাশিত: ২০ মে ২০২৫, ০৫:৫০
নিজস্ব প্রতিবেদক — রাজধানী
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে আদালতের রায় ও গেজেট প্রকাশের পরও দায়িত্ব বুঝে না পাওয়ায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা টানা চতুর্থ দিনের মতো নগরভবনে অবরোধ কর্মসূচি পালন করেছেন। সোমবার সকাল ১১টা থেকে বিকাল পর্যন্ত নগরভবনের প্রধান ফটক আটকে তারা প্রতিবাদী গান, স্লোগান ও বিক্ষোভের মধ্য দিয়ে দিন পার করেন।
বৃহস্পতিবার শুরু হওয়া এ আন্দোলন শুক্রবার বাদে প্রতিদিনই চলেছে। আন্দোলনের কারণে ডিএসসিসি কার্যালয়ের কার্যক্রম প্রায় অচল হয়ে গেছে। বন্ধ রয়েছে বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিধন, সড়কবাতি চালু ও রক্ষণাবেক্ষণসহ সকল জরুরি সেবা। একইসঙ্গে থেমে গেছে জন্ম-মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স এবং কুরবানি হাটের ইজারাসহ প্রশাসনিক নানা কার্যক্রম।
নগরভবন এলাকায় গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় আশপাশের এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়। বঙ্গবাজার, গোলাপ শাহ মাজার ও পুলিশ হেডকোয়ার্টার এলাকা কার্যত অচল হয়ে পড়ে।
আন্দোলনকারীদের নেতৃত্বে থাকা সাবেক সচিব মশিউর রহমান বলেন, “ইশরাক হোসেনকে দায়িত্ব না দেওয়া চরম বেআইনি কাজ। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্য মিথ্যাচার ছাড়া কিছু নয়। দাবি আদায় না হলে সরকারকেই এর মূল্য দিতে হবে।”
সমর্থকরা অভিযোগ করেন, ২০২০ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তুলে আদালতে যান ইশরাক। চলতি বছরের ২৭ মার্চ আদালত ওই ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেন। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশনের গেজেটেও তার নাম ঘোষণা করা হয়, কিন্তু এখনো তাকে শপথ পড়ানো হয়নি।
ব্লকেড কর্মসূচিতে অংশ নেওয়া অনেকে বলেন, “আদালতের রায়ে ভোটের মর্যাদা ফিরেছে, কিন্তু সরকার ইচ্ছাকৃতভাবে তাকে দায়িত্ব দিচ্ছে না। আমরা এ অবিচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছি এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি আসবে।”
সমর্থকরা অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগও দাবি করেন। আন্দোলনকারীদের পক্ষ থেকে ঘোষণা এসেছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চলবে।
সিরিয়াস প্রশাসনিক স্থবিরতা, জনদুর্ভোগ ও রাজনৈতিক চাপের মধ্যে ঢাকা দক্ষিণের এ সংকট কবে এবং কীভাবে সমাধান হবে, সেটিই এখন নজরে দেশের নাগরিক ও বিশ্লেষকদের।