Tuesday, October 7, 2025
Homeআন্তর্জাতিকইউরোপের নিষেধাজ্ঞার পর আপাতত আলোচনায় ফিরছে না ইরান

ইউরোপের নিষেধাজ্ঞার পর আপাতত আলোচনায় ফিরছে না ইরান

বিদেশ মন্ত্রণালয় বলছে, পরিস্থিতি মূল্যায়ন করছে তেহরান, কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকবে

ইরান জানিয়েছে, ইউরোপীয় দেশগুলো পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করার পর আপাতত পারমাণবিক আলোচনায় ফেরার কোনো পরিকল্পনা নেই। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাঈ এ তথ্য জানান।

ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ২০১৫ সালের পরমাণু চুক্তির অংশীদার দেশ। তারা গত ২৮ সেপ্টেম্বর ইরানের ওপর পূর্বের নিষেধাজ্ঞা পুনর্বহাল করে, যা জাতিসংঘের “স্ন্যাপব্যাক” প্রক্রিয়ার মাধ্যমে জাতিসংঘের নিষেধাজ্ঞাও কার্যকর করে।

ইসমাইল বাকাঈ বলেন, “এই পর্যায়ে আমাদের আলোচনার কোনো পরিকল্পনা নেই। আমরা বর্তমানে এসব নিষেধাজ্ঞার পরিণতি ও প্রভাব পর্যালোচনা করছি।”

তিনি আরও বলেন, “অবশ্যই কূটনৈতিক যোগাযোগ ও পরামর্শ অব্যাহত থাকবে। যখনই মনে হবে কূটনীতি দেশের স্বার্থে কার্যকর হতে পারে, তখনই আমরা সে অনুযায়ী সিদ্ধান্ত নেব।”

পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগে অভিযুক্ত করে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে ‘লাল রেখা’ হিসেবে চিহ্নিত করে আসছে।

ইরান এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং এটি নাগরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। দেশটি দাবি করে, পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার তাদের রয়েছে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর তথ্য অনুযায়ী, ইরান একমাত্র দেশ, যাদের কোনো পারমাণবিক অস্ত্র কর্মসূচি নেই, কিন্তু তারা ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা পারমাণবিক বোমার জন্য প্রয়োজনীয় ৯০ শতাংশের কাছাকাছি।

২০১৫ সালে যুক্তরাষ্ট্র, তিন ইউরোপীয় দেশ, রাশিয়া ও চীন ইরানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে। ওই চুক্তিতে ইরানের পারমাণবিক কার্যক্রম সীমিত করার বিনিময়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা ছিল।

কিন্তু ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে চুক্তি থেকে সরে গিয়ে নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। এর জবাবে ইরান ধীরে ধীরে চুক্তির কিছু অঙ্গীকার থেকে সরে আসে, বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বিষয়ে।

ইরান একাধিকবার সতর্ক করেছে যে, নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে তারা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা স্থগিত করতে পারে।

রবিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের পর আইএইএর সঙ্গে সহযোগিতা “আর প্রাসঙ্গিক নয়।” তবে ইরান সংস্থাটির সঙ্গে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

  • বিষয়াদি সম্পর্কে আরও পড়ুন:
  • ইরান

RELATED NEWS

Latest News