Saturday, July 12, 2025
Homeআন্তর্জাতিকযুদ্ধবিরতির পর ইরান আকাশপথ খুলে দিল আন্তর্জাতিক ফ্লাইটের জন্য

যুদ্ধবিরতির পর ইরান আকাশপথ খুলে দিল আন্তর্জাতিক ফ্লাইটের জন্য

পূর্বাঞ্চলের পর এবার আন্তর্জাতিক ওভারফ্লাইটের জন্য পশ্চিম ও মধ্যাঞ্চলের আকাশপথ খুলে দিল তেহরান

ইসরায়েলের সঙ্গে টানা ১২ দিনের সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে পৌঁছানোর পর নিজেদের আকাশপথের কিছু অংশ আন্তর্জাতিক ফ্লাইটের জন্য খুলে দিয়েছে ইরান। শনিবার দেশটির রাস্তাঘাট ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আখাভান এই তথ্য নিশ্চিত করেছেন।

আখাভান বলেন, “দেশটির পূর্বাঞ্চলের আকাশসীমা আগেই অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের জন্য খোলা ছিল। এখন পশ্চিম ও মধ্যাঞ্চলের আকাশসীমাও কেবল আন্তর্জাতিক ওভারফ্লাইটের জন্য খুলে দেওয়া হয়েছে।”

তবে এখনো উত্তর, দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। তেহরানের মেহরাবাদ এবং ইমাম খোমেইনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও কোনো ফ্লাইট ওঠানামা করছে না বলে জানানো হয়।

মুখপাত্র বলেন, “উত্তর, দক্ষিণ ও পশ্চিম অঞ্চলের যেসব বিমানবন্দর বন্ধ রয়েছে, সেখানে সাধারণ নাগরিকদের না যাওয়ার অনুরোধ জানানো হচ্ছে। যাত্রীরা যেন শুধুমাত্র সরকারি সূত্র থেকে তথ্য গ্রহণ করেন।”

গত বুধবার যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর ইরান পূর্বাঞ্চলের আকাশপথ পুনরায় চালু করে। এর আগে, ১৩ জুন ইসরায়েল একাধিক বিমান হামলা চালানোর পর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান। পরিস্থিতির অবনতির কারণে পুরো দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

বর্তমানে যেসব বিমানবন্দর চালু আছে, তার মধ্যে রয়েছে পূর্বাঞ্চলের মাশহাদ বিমানবন্দর, যেটি ইসরায়েলের দাবি অনুযায়ী সামরিক লক্ষ্যবস্তু ছিল, এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের চাবাহার বিমানবন্দর। তবে অন্যান্য অঞ্চলে ফ্লাইট স্থগিত থাকবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপে বোঝা যাচ্ছে ইরান ধীরে ধীরে পরিস্থিতি স্থিতিশীল করতে চাচ্ছে, তবে সামগ্রিকভাবে আকাশপথের পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে আরও সময় লাগতে পারে।

RELATED NEWS

Latest News