Wednesday, July 9, 2025
Homeআন্তর্জাতিকইরান-ইসরায়েল যুদ্ধের পর মৃতের সংখ্যা ১,০৬০ ছাড়াল, যুক্তরাষ্ট্রে আলোচনায় সমর্থনে বিতর্ক

ইরান-ইসরায়েল যুদ্ধের পর মৃতের সংখ্যা ১,০৬০ ছাড়াল, যুক্তরাষ্ট্রে আলোচনায় সমর্থনে বিতর্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনায় সমর্থন জানিয়ে দেশজুড়ে সমালোচনার মুখে ইরানি প্রেসিডেন্ট

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সোমবার জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১,০৬০ জনে।

ইরানের শহীদ ও প্রবীণবিষয়ক ফাউন্ডেশনের প্রধান সাঈদ ওহাদি দেশটির রাষ্ট্রীয় টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “আজ রাত পর্যন্ত আমরা সারা দেশে ১,০৬০ জন প্রিয় শহীদকে সমাহিত করেছি।”

গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা ছাড়াও আবাসিক এলাকায় নজিরবিহীন বিমান হামলা শুরু করে। এই হামলায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানীরা নিহত হন।

উল্লেখযোগ্যভাবে, এই হামলার মাত্র কয়েক দিন পর তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক আলোচনা পুনরায় শুরুর লক্ষ্যে একটি বৈঠক নির্ধারিত ছিল, যা পরে স্থগিত হয়ে যায়।

মঙ্গলবার ইরান জানায়, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য কোনো অনুরোধ করেনি। তাসনিম বার্তা সংস্থা জানায়, “আমাদের পক্ষ থেকে কোনো বৈঠকের অনুরোধ করা হয়নি,” বলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাঈল বাঘায়ি।

এর আগে হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, “আমরা ইরানের সঙ্গে বৈঠকের সময় ঠিক করেছি। তারা কথা বলতে চায়।”

যুক্তরাষ্ট্র ১২ এপ্রিল থেকে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে আসছিল। পরে ২২ জুন তারা ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ফোরদো, ইসফাহান ও নাটাঞ্জের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।

ইরানি প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরুর পক্ষে মত দেওয়ায় দেশের ভেতরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন।

মার্কিন সাংবাদিক টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, “আস্থা ফিরলে আলোচনায় আমাদের কোনো সমস্যা নেই।”

এর জবাবে কায়হান নামের কট্টরপন্থি দৈনিক সম্পাদকীয়তে লিখেছে, “এই আমেরিকানরাই তো আগেও আলোচনা চালিয়ে হামলার প্রস্তুতি নিয়েছে। আপনি ভুলে গেছেন?”

অন্যদিকে, রক্ষণশীল দৈনিক জাভান মন্তব্য করেছে, “এই বক্তব্য অনেকটা নরম শোনাচ্ছে।”

তবে সংস্কারপন্থি পত্রিকা হাম মিহান প্রেসিডেন্টের অবস্থানকে ইতিবাচক বলে প্রশংসা করে লিখেছে, “এই সাক্ষাৎকার অনেক আগেই হওয়া উচিত ছিল।”

ইরান ও ইসরায়েলের মধ্যে ২৪ জুন থেকে একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে আঞ্চলিক উত্তেজনা এখনো কমেনি এবং ভবিষ্যতের কূটনৈতিক দিকনির্দেশনা নিয়ে দেশটির রাজনীতিতে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে।

RELATED NEWS

Latest News