Tuesday, August 19, 2025
Homeজাতীয়অস্থায়ী সরকার নির্বাচনের আগে আইন-শৃঙ্খলা বাহিনীতে ২৭ হাজারের বেশি নিয়োগ

অস্থায়ী সরকার নির্বাচনের আগে আইন-শৃঙ্খলা বাহিনীতে ২৭ হাজারের বেশি নিয়োগ

২০২৬ সালের ১৩তম সংসদ নির্বাচনের পূর্বে পুলিশ, বিজিবি ও আনসারে নতুন কর্মী যোগদান

অস্থায়ী সরকার আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ১৩তম সংসদ নির্বাচনের আগে আইন-শৃঙ্খলা বাহিনীতে ২৭ হাজারের বেশি নতুন কর্মী নিয়োগ করেছে।

গৃহ বিষয়ক উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকায় মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠকের পর সাংবাদিকদের জানান, এর মধ্যে ১৫,৮৫১ পুলিশ, ৪,৪৬৯ সীমান্তরক্ষা বাহিনী, ৫,৫৫১ আনসার ও ভিএডিপি, ১,৫৫৮ কারাগার বিভাগ এবং ২০৮ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে নিয়োগ করা হয়েছে।

উপদেষ্টা জানান, এই সব নিয়োগই নতুন। কিছু পদ নতুনভাবে তৈরি করা হয়েছে এবং কিছু পদ শূন্য ছিল। পুলিশ বাহিনীতে নিয়োগ করা হয়েছে উপ-পরিদর্শক থেকে কনস্টেবল পর্যন্ত, আর আনসার ও বিজিবিতে কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি বলেন, দুষ্কৃতির হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে বিশেষ প্রচেষ্টা চলছে। ঢাকা অঞ্চলে জনতা বিচারমূলক সহিংসতা কমেছে, তবে অন্যান্য এলাকায় এখনও এমন ঘটনা ঘটছে।

RELATED NEWS

Latest News