‘ইনকিলাব মঞ্চ’ নামক একটি সংগঠন মঙ্গলবার হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, আগামী ৩ আগস্টের মধ্যে ‘জুলাই ঘোষণা’ প্রকাশ না হলে তারা সচিবালয় ঘেরাও করবে।
শাহবাগ থেকে শুরু হওয়া ‘গণমানুষের লাল মিছিল’ কর্মসূচিতে অংশ নিয়ে সংগঠনের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেন, “আমরা পুরো জুলাই মাস জুড়ে আন্দোলন চালিয়ে যাব। ৩ আগস্ট সচিবালয় ঘেরাও এবং তার আগে coffin march আয়োজন করা হবে।”
জুলাই ঘোষণার মূল দাবি হলো, গত বছর জুলাই-আগস্ট মাসে আওয়ামী লীগ শাসনের বিরুদ্ধে আন্দোলনকারীদের ভূমিকা সরকারিভাবে স্বীকৃতি দেওয়া। এই ঘোষণাকে ভবিষ্যতের নির্বাচিত সরকারের জন্য সাংবিধানিক দায়বদ্ধতা হিসেবে দেখাতে চায় অংশগ্রহণকারীরা।
মঙ্গলবারের মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমি পর্যন্ত যাওয়ার কথা থাকলেও, বিকেল ৫টায় কাকরাইল মোড়ে পুলিশ তাদের পথ আটকে দেয়। এরপর কর্মসূচির অংশ হিসেবে সেখানেই অবস্থান কর্মসূচি পালন করে মঞ্চের সদস্যরা।
এক ঘণ্টা পর সন্ধ্যা ৬টায় এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
সংগঠনের পক্ষ থেকে শরীফ হাদি বলেন, “সরকার মুখে বলে জুলাই আন্দোলনের চেতনা ধরে রাখতে চায়, অথচ শহিদদের পরিবার ও আহতদের খবর রাখে না। রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীলতা নেই বলেই আজও ঘোষণা আসেনি।”
তিনি আরও বলেন, “আমরা থেমে যাব না। ঘোষণা আদায় না হওয়া পর্যন্ত ইনকিলাব মঞ্চ আন্দোলন চালিয়ে যাবে।”
আন্দোলনকারীদের দাবি অনুযায়ী, এই ঘোষণা দিলে তাদের সাংবিধানিক স্বীকৃতি ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করা সম্ভব হবে। এ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট নয় বলেই অভিযোগ তাদের।