Thursday, June 12, 2025
Homeজীবনযাপনঅফিস ডেস্কে সবুজের ছোঁয়া, যেসব গাছ রাখলে মন ও পরিবেশ দুটোই থাকবে...

অফিস ডেস্কে সবুজের ছোঁয়া, যেসব গাছ রাখলে মন ও পরিবেশ দুটোই থাকবে সতেজ

ডেইলি প্রতিদিনের বাণী রিপোর্ট
প্রকাশিত:
২১ মে ২০২৫, ২৩:০০
লাইফস্টাইল ডেস্ক


অফিসের একঘেয়েমি, চাপ আর ক্লান্তি কাটাতে যদি ডেস্কেই থাকে একটুখানি সবুজ, তাহলে শরীর ও মন দুটোই চাঙ্গা হয়ে উঠবে। কিন্তু এসি চালিত পরিবেশে, যেখানে সরাসরি রোদ বা বাতাস পৌঁছায় না, সেখানে সব গাছ টিকে থাকতে পারে না। তাই ইনডোর উপযোগী কিছু গাছ বেছে নিতে হবে যেগুলো কম আলো ও অল্প পানিতেও দিব্যি বেঁচে থাকতে পারে।

নিচে রইল এমনই ১০টি ইনডোর গাছের তালিকা, যেগুলো অফিস ডেস্কে রাখলে বাড়বে সৌন্দর্য, মনও থাকবে ফুরফুরে।

১. মানিপ্ল্যান্ট
পানিতে বা মাটিতে রাখা যায়, অল্প আলোতেই বেড়ে ওঠে। ছড়িয়ে পড়া লতা ডেস্কে এনে দেয় সতেজতা ও ইতিবাচকতা।

২. জিজি প্ল্যান্ট
গাঢ় সবুজ পাতা ও অল্প আলোতে বাঁচার ক্ষমতা এ গাছকে ইনডোরে রাখার জন্য আদর্শ করে তুলেছে। বায়ুদূষণ রোধেও কার্যকর।

৩. পিস লিলি
ছোট আকৃতির ফুলগাছ, যার গাঢ় সবুজ পাতা ও শুভ্র ফুল পরিবেশে আনে প্রশান্তি। অতিরিক্ত যত্ন ছাড়াও বেঁচে থাকে।

৪. পেপেরোমিয়া
রঙিন পাতার এ গাছের ডোরাকাটা ডিজাইন এবং ঢেউ খেলানো পাতা ডেস্কে যোগ করে স্টাইল ও শোভা।

৫. হার্টলিফ ফিলোডেনড্রন
লিকলিকে লতানো গাছটি খুবই সহনশীল। বোতলের পানিতে রেখে কয়েকদিন পর পর পানি বদলালেই চলে।

৬. স্পাইডার প্ল্যান্ট
বায়ু বিশুদ্ধ করার জন্য জনপ্রিয়। গ্যাসোলিন জাতীয় দূষণ শুষে নিতে সক্ষম, তাই ইনডোরে রাখা খুবই উপযোগী।

৭. স্নেক প্ল্যান্ট
সহজে মরার নয়। খুব কম আলো, কম পানি, অযত্ন সহ্য করতে পারে। ইনডোর গাছের মধ্যে সবচেয়ে টেকসই।

৮. গোলাপি সিঙ্গোনিয়াম
গোলাপি পাতার সৌন্দর্য ডেস্ককে করে তোলে মনকাড়া। চকোলেট রঙের পাত্রে রাখলে আরও দৃষ্টিনন্দন হয়।

৯. অ্যাগলস্‌ বা চাইনিজ এভারগ্রিন
রূপালি বা লাল পাতার জন্য বিখ্যাত। আলো কম হলেও বেড়ে ওঠে, চীনে দীর্ঘ জীবনের প্রতীক হিসেবে পরিচিত।

১০. লাকি ব্যাম্বু
পাথর ও পানিতে রাখা যায়, জানালার পাশে রাখলে ভালো বেড়ে ওঠে। চীনা সংস্কারে সৌভাগ্য বয়ে আনে বলে বিশ্বাস।

শেষ কথা:
একটু যত্ন, সামান্য ভালোবাসা আর সঠিক গাছ বাছাই হলেই অফিস ডেস্কেও তৈরি করা যায় একটা সবুজ ও প্রাণবন্ত জগৎ। এতে করে কাজের মান যেমন বাড়বে, তেমনি মানসিক চাপও কমবে।

RELATED NEWS

Latest News