Sunday, November 23, 2025
Homeখেলাধুলাক্রিকেটবিশ্বকাপ জয়ে নারী দলকে ৫৭ লাখ ডলার পুরস্কার দিচ্ছে ভারত

বিশ্বকাপ জয়ে নারী দলকে ৫৭ লাখ ডলার পুরস্কার দিচ্ছে ভারত

আইসিসির পুরস্কারের বাইরেও এই অর্থ দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড; ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতেছে দলটি

ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের পর নারী ক্রিকেট দলের জন্য ৫৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলারের নগদ পুরস্কার ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। রবিবার মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দর্শকপূর্ণ মাঠে স্বাগতিক ভারত ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ শিরোপা জেতে।

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এএফপিকে জানিয়েছেন, “নারী দলের প্রতি কৃতজ্ঞতার নিদর্শনস্বরূপ” এই অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে। এই অর্থ খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং নির্বাচকদের মধ্যে বণ্টন করা হবে।

এর আগে ভারতীয় নারী দল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছ থেকে ৪৪ লাখ ৮০ হাজার ডলার প্রাইজমানি পেয়েছে, যা ২০২২ সালে অস্ট্রেলিয়ার প্রাপ্ত ১৩ লাখ ২০ হাজার ডলারের চেয়ে ২৩৯ শতাংশ বেশি। ২০০৫ ও ২০১৭ সালে রানার্সআপ হওয়ার পর এটি ভারতের তৃতীয় প্রচেষ্টায় প্রথম শিরোপা।

এবারের নারী বিশ্বকাপের মোট পুরস্কারের পরিমাণ ছিল ১ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ডলার, যা পুরুষদের সর্বশেষ বিশ্বকাপের মোট ১০ মিলিয়ন ডলারকেও ছাড়িয়ে গেছে।

লিগ পর্বে ভারত বেশ কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছিল এবং টানা তিনটি ম্যাচ হেরেছিল। তবে শেষ পর্যন্ত সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে দলটি টুর্নামেন্টের রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন ও ফেভারিট অস্ট্রেলিয়াকে বিদায় করে দেয়।

এই জয়ের পর ভারতজুড়ে সমর্থকেরা রাস্তায় নেমে উদযাপন করছেন। দিল্লিতে ভারতীয় পতাকা নেড়ে ও আতশবাজি ফুটিয়ে উল্লাস প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই জয়কে “ঐতিহাসিক” উল্লেখ করে বলেন, “এই জয় ভবিষ্যৎ চ্যাম্পিয়নদের খেলাধুলায় আসতে অনুপ্রাণিত করবে।”

RELATED NEWS

Latest News