Saturday, July 5, 2025
Homeআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি তখনই হবে, যখন তা চূড়ান্ত ও দেশের স্বার্থে হবে:...

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি তখনই হবে, যখন তা চূড়ান্ত ও দেশের স্বার্থে হবে: পীযূষ গোয়েল

বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, কেবল জাতীয় স্বার্থে ও পূর্ণাঙ্গ আলোচনার পরই চুক্তি হবে চূড়ান্ত

ভারত কোন বাণিজ্য চুক্তিই সময়সীমা বা নির্দিষ্ট সময়সীমার ভিত্তিতে করে না। কেবল তখনই চুক্তি চূড়ান্ত হবে যখন তা দেশের স্বার্থ রক্ষা করবে এবং পুরোপুরি আলোচনার মাধ্যমে সম্পন্ন হবে। শুক্রবার এমন মন্তব্য করেছেন দেশটির বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল।

পিটিআই সূত্রে জানা যায়, ৯ জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হবে কি না, এমন প্রশ্নের জবাবে গোয়েল বলেন, “ভারত কখনও সময়সীমা ধরে চুক্তি করে না। যখন একটি চুক্তি সঠিকভাবে আলোচনা ও সম্পন্ন হয় এবং তা দেশের স্বার্থে হয়, তখনই তা মেনে নেওয়া হয়।”

বর্তমানে ভারত একাধিক দেশের সঙ্গে বাণিজ্য আলোচনায় রয়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

তিনি জানান, “ইউরোপীয় ইউনিয়ন, নিউজিল্যান্ড, ওমান, যুক্তরাষ্ট্র, চিলি এবং পেরুর সঙ্গে আলোচনা চলছে। অনেক দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) নিয়ে কথাবার্তা চলছে।”

তবে এর মানে এই নয় যে ভারত তড়িঘড়ি করে চুক্তি করতে চায়। বরং মন্ত্রী স্পষ্ট করে বলেন, “কোনো মুক্ত বাণিজ্য চুক্তি তখনই সম্ভব যখন উভয় পক্ষের জন্য লাভজনক হয়।”

পীযূষ গোয়েলের এই বক্তব্য এমন সময়ে এসেছে যখন ভারতের একটি আলোচক দল, প্রধান আলোচক রাজেশ আগরওয়ালের নেতৃত্বে, যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছে। তারা ২৬ জুন থেকে ওয়াশিংটনে অন্তর্বর্তী চুক্তি নিয়ে আলোচনা করছিল।

পিটিআই সূত্র জানায়, কৃষি ও অটোমোবাইল খাতে কিছু জটিলতা রয়ে গেছে। ফলে আলোচনার পরবর্তী ধাপ চলবে।

এক কর্মকর্তার বরাতে জানানো হয়েছে, “ভারতীয় দল ওয়াশিংটন থেকে ফিরেছে। তবে আলোচনা অব্যাহত থাকবে। কৃষি ও অটো খাতে কিছু বিষয় এখনো সমাধান বাকি।”

চুক্তিটি নিয়ে আন্তর্জাতিক মহলেও আগ্রহ রয়েছে, বিশেষত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিশোধমূলক শুল্ক কার্যকর হওয়ার সম্ভাবনার প্রেক্ষাপটে। তবে ভারতের অবস্থান স্পষ্ট – শুধু তাড়াহুড়ো নয়, বরং স্বার্থ ও সমঝোতার ভিত্তিতেই এগোবে দেশটি।

  • বিষয়াদি সম্পর্কে আরও পড়ুন:
  • ভারত

RELATED NEWS

Latest News