Tuesday, September 2, 2025
Homeআন্তর্জাতিকভারতের শুল্ক কমানোর প্রস্তাব নিয়ে ট্রাম্পের দাবি

ভারতের শুল্ক কমানোর প্রস্তাব নিয়ে ট্রাম্পের দাবি

মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, দীর্ঘদিন ধরে একপেশে সম্পর্ক বজায় রেখেছে দিল্লি

ভারত যুক্তরাষ্ট্রের পণ্যে আরোপিত শুল্ক শূন্যে নামাতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য অংশীদারদের মধ্যে ভারত সবচেয়ে বেশি শুল্ক আরোপ করে থাকে। এই শুল্ক কমানো উচিত ছিল অনেক আগেই।

মার্কিন প্রেসিডেন্টের মতে, ভারত-আমেরিকা সম্পর্ক দীর্ঘ সময় ধরে একপেশে ছিল। যুক্তরাষ্ট্র থেকে ভারতে পণ্য রপ্তানি প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এর বিপরীতে ভারত বিপুল পরিমাণ পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করছে, যা সম্পর্ককে ভারসাম্যহীন করেছে।

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র ভারতের ওপর নির্ভরশীল নয়। দেশটি ভারতের বাজারে খুব সামান্য পরিমাণে পণ্য বিক্রি করে এবং জ্বালানি ও অস্ত্র বিক্রিও সীমিত। ভারতের এসব খাতে প্রধান সরবরাহকারী এখনো রাশিয়া।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক কিছুটা শীতল হয়ে পড়েছে। ওয়াশিংটন রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করতে দিল্লিকে চাপ দিলেও তা মানেনি ভারত। এই অবস্থায় নয়াদিল্লির সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে চীনের সঙ্গে, যারা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী।

এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি চীনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একত্রে ছবি তুলেছেন। বিশ্লেষকদের মতে, এটি পশ্চিমা প্রভাব কমিয়ে বৈশ্বিক দক্ষিণভিত্তিক একটি জোট গঠনের ইঙ্গিত হতে পারে।

RELATED NEWS

Latest News