মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা ও পুনর্বাসনে প্রয়োজনে অতিরিক্ত সহায়তা দিতে প্রস্তুত রয়েছে ভারত। রোববার ঢাকায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক মতবিনিময় সভায় এমনটাই জানিয়েছেন সফররত ভারতীয় মেডিকেল টিমের সদস্যরা।
তারা জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে দুর্ঘটনার পরপরই বাংলাদেশের প্রতি সর্বোচ্চ সহানুভূতি জানিয়ে এই টিম ঢাকায় এসেছেন। চিকিৎসা সরঞ্জাম, পুনর্বাসন কিংবা যেকোনো প্রয়োজনে ভারত পাশে থাকবে বলেও তারা আশ্বস্ত করেন।
ভারতীয় চিকিৎসক দলের প্রধান বলেন, “যদি কোনো রোগীর উন্নত চিকিৎসার প্রয়োজন হয়, তাহলে দ্রুত ভারতের হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করা যেতে পারে।”
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ভারতীয় চিকিৎসকরা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে চারবার পরিদর্শন ও পরামর্শ দেন এবং স্থানীয় চিকিৎসকদের চিকিৎসা প্রক্রিয়া ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।
ভারতীয় টিমে ছিল দুইজন বার্ন বিশেষজ্ঞ ও দুইজন নার্সিং অ্যাসিস্ট্যান্ট, যারা ভারতের স্বনামধন্য আরএমএল ও সফদরজং হাসপাতাল থেকে এসেছেন।
তারা গত ২৩ জুলাই ঢাকা আসেন এবং সোমবার ফিরে যাওয়ার আগে আশঙ্কাজনক রোগীদের অগ্রগতি পুনরায় পর্যালোচনা করেন।
এদিকে, রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্যে জানানো হয়, গত ২১ জুলাই বাংলাদেশের বিমান বাহিনীর যুদ্ধবিমানের মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে।
বাংলাদেশ ও ভারতের এই মানবিক সহযোগিতা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আরেকটি দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে।