এশিয়া কাপে সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারিয়ে অপরাজিত থাকার ধারা বজায় রাখল ভারত। শুক্রবারের এই ম্যাচটি ছিল কার্যত অপ্রাসঙ্গিক, কারণ ভারত আগেই ফাইনাল নিশ্চিত করেছে এবং শ্রীলঙ্কা বিদায় নিয়েছে। তবুও ম্যাচটি এবারের আসরের সবচেয়ে রোমাঞ্চকর লড়াইয়ে পরিণত হয়।
শ্রীলঙ্কা ওপেনার পাথুম নিসাঙ্কা দুর্দান্ত এক শতক (১০৭ রান) করেন এবং দলকে সমতায় ফেরান। শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কা ভারতের সমান ২০২-৫ রান তোলে, ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।
সুপার ওভারে আরশদীপ সিং মাত্র পাঁচ বলে দুই উইকেট তুলে নেন এবং শ্রীলঙ্কা সংগ্রহ করতে পারে মাত্র দুই রান। এরপর ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব প্রথম বলেই তিন রান নিয়ে সহজ জয় নিশ্চিত করেন।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভারত এবারের টুর্নামেন্টের প্রথম ২০০ প্লাস রান তোলে। ওপেনার অভিষেক শর্মা টানা তৃতীয় ফিফটি করেন এবং ৩১ বলে ৬১ রান করেন। শুভমান গিল দ্রুত আউট হলেও অভিষেক দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন।
অভিষেক আউট হওয়ার পর তিলক ভার্মা (অপরাজিত ৪৯) ও সঞ্জু স্যামসন (৩৯) রান যোগ করে ভারতের স্কোর ২০২-৫ এ পৌঁছে দেন।
লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা প্রথম ওভারেই কুশল মেন্ডিসকে হারায়। তবে নিসাঙ্কা ও কুশল পেরেরা জুটি দলকে চাঙ্গা করে তোলে। দুজনের ১২৭ রানের জুটিতে শ্রীলঙ্কা ম্যাচে ফেরে। পেরেরা করেন ৫৮ রান।
নিসাঙ্কা ৫২ বলে সেঞ্চুরি পূর্ণ করলেও শেষ ওভারের প্রথম বলেই আউট হন। তবুও শ্রীলঙ্কা সমতা আনে এবং ম্যাচ সুপার ওভারে গড়ায়। সেখানে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত জয় পায় ভারত।
ভারত রোববারের ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে অপরাজিত অবস্থায়।