বাংলাদেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
সংস্থাটির পঞ্চম পর্যালোচনা মিশনের অংশ হিসেবে আজ ঢাকায় অনুষ্ঠিত প্রথম দফা বৈঠকে এই মন্তব্য আসে।
চ্রিস পাপাজর্জিওর নেতৃত্বে আইএমএফ প্রতিনিধি দল নভেম্বরের ১৩ তারিখ পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। তারা বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছে, ঋণ কর্মসূচির অগ্রগতি মূল্যায়নের অংশ হিসেবে।
বাংলাদেশ ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা বিডিনিউজকে জানান, বৈঠকে দেশের রিজার্ভ অবস্থান পর্যালোচনা করে আইএমএফ বর্তমান স্তরকে ‘সন্তোষজনক’ হিসেবে উল্লেখ করেছে।
তিনি বলেন, “আইএমএফ প্রতিনিধি দল জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে মুদ্রাস্ফীতি নিম্নমুখী। তারা পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক যেন সংকোচনমূলক মুদ্রানীতি বজায় রাখে, যাতে এই প্রবণতা অব্যাহত থাকে।”
বাংলাদেশ ব্যাংকের উপ-গভর্নর নুরুন্ন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ব্যাংক খাতের স্থিতিশীলতা, তারল্য পর্যবেক্ষণ, ঝুঁকিভিত্তিক তদারকি, কিছু ব্যাংকে আমানত উত্তোলনে বিধিনিষেধ এবং একীভূত ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এর আগে সকালে আইএমএফ কর্মকর্তারা অর্থ সচিব মো. খায়রুজ্জামান মজুমদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে তারা অর্থ বিভাগের ম্যাক্রোইকোনমিক ও বাজেট উইংয়ের কর্মকর্তাদের সঙ্গেও আলাদা বৈঠক করেন।
বিশ্লেষকদের মতে, আইএমএফ-এর ইতিবাচক মন্তব্য বাংলাদেশের আর্থিক ব্যবস্থার প্রতি আস্থা পুনর্বহালে সহায়ক ভূমিকা রাখবে।
