প্রখ্যাত অভিনেতা ও সড়ক নিরাপত্তা আন্দোলনের নেতা ইলিয়াস কাঞ্চন ব্রেইন টিউমারের চিকিৎসাধীন রয়েছেন লন্ডনের একটি হাসপাতালে। বুধবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিষয়টি জানান তাঁর ছেলে জয় কাঞ্চন।
তিনি জানান, গত ৫ আগস্ট লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে অধ্যাপক ডেমেট্রিয়াসের নেতৃত্বে ইলিয়াস কাঞ্চনের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। তবে পুরো টিউমার অপসারণ করা সম্ভব হয়নি। চিকিৎসকদের আশঙ্কা, সম্পূর্ণ টিউমার অপসারণ করলে জীবনহানির ঝুঁকি তৈরি হতে পারত এবং পক্ষাঘাত কিংবা বাকশক্তি হারানোর সম্ভাবনা ছিল। তাই আংশিকভাবে টিউমার অপসারণ করা হয়।
জয় কাঞ্চন বলেন, অবশিষ্ট অংশ রেডিওথেরাপি ও কেমোথেরাপির মাধ্যমে ধ্বংস করা হবে। এই পর্যায়ের চিকিৎসা শুরু হবে চলতি মাসে। এতে থাকবে ৩০টি সেশন, যা চলবে টানা ছয় সপ্তাহ। এরপর চার সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে। চিকিৎসকরা এ সময়ের পর তাঁর অবস্থা মূল্যায়ন করবেন এবং দেশে ফেরার সম্ভাব্য সময় জানাবেন।
সংবাদ সম্মেলনটি আয়োজন করে সড়ক নিরাপত্তা আন্দোলন ‘নিসচা’ জাতীয় প্রেসক্লাবে। জয় কাঞ্চন জানান, তাঁর বাবা গত ২৬ এপ্রিল লন্ডনে গিয়েছিলেন চিকিৎসার জন্য। এর আগে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে টিউমার ধরা পড়ে। পরে জাতীয় স্নায়ুবিজ্ঞান ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা অস্ত্রোপচারকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ আখ্যা দেন।
অভিনেতার ছেলে ও নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয় কাঞ্চন দেশবাসীর কাছে তাঁর বাবার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।
ইলিয়াস কাঞ্চন দীর্ঘদিন অভিনয়ের পাশাপাশি সড়ক নিরাপত্তা আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে আলোচনায় রয়েছেন। দেশে সড়ক দুর্ঘটনা নিয়ে সচেতনতা বাড়াতে তিনি দীর্ঘ সময় ধরে কাজ করে আসছেন।