Monday, July 7, 2025
Homeজাতীয়পবিত্র আশুরা রবিবার, শহীদ ইমাম হোসাইন (রা.)-এর আত্মত্যাগ স্মরণে জাতীয় পর্যায়ে কর্মসূচি

পবিত্র আশুরা রবিবার, শহীদ ইমাম হোসাইন (রা.)-এর আত্মত্যাগ স্মরণে জাতীয় পর্যায়ে কর্মসূচি

সারাদেশে দোয়া ও আলোচনা, রাষ্ট্রীয়ভাবে গভীর শ্রদ্ধায় পালিত হবে পবিত্র দিনটি

পবিত্র আশুরা, যা কারবালার মর্মান্তিক ঘটনার স্মারক হিসেবে পরিচিত, রবিবার (১০ মহররম, হিজরি ১৪৪৭) দেশে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে। এ উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

পবিত্র আশুরা উপলক্ষে শনিবার এক বাণীতে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস হজরত ইমাম হোসাইন (রা.) এবং কারবালায় শাহাদাত বরণকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি আশুরাকে “বেদনাবিধুর, তাৎপর্যপূর্ণ ও গৌরবোজ্জ্বল” দিন হিসেবে অভিহিত করেন।

হিজরি ৬১ সালে, ৬৮০ খ্রিস্টাব্দে, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র ইমাম হোসাইন (রা.), তার পরিবার ও ৭২ জন অনুসারী ইরাকের কারবালার মরুভূমিতে ইয়াজিদের বাহিনীর হাতে শহীদ হন। ইসলামের ন্যায়, সত্য ও শান্তির আদর্শ রক্ষায় তাদের আত্মত্যাগ আজও মুসলিম বিশ্বে আলোড়ন সৃষ্টি করে।

এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে ইসলামিক ফাউন্ডেশন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া মাহফিল, আলোচনা সভা এবং বিশেষ কর্মসূচি আয়োজন করা হয়েছে।

রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো আশুরার তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। পত্রিকা ও অনলাইন পোর্টালগুলোও এ বিষয়ক বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করছে।

দিনটি সরকারি ছুটির দিন হিসেবে পালন করা হবে।

ধর্মীয় অনুভূতি, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা নিয়ে আশুরা মুসলমানদের জন্য এক গভীর উপলব্ধির দিন হয়ে ওঠে। কারবালার আত্মত্যাগ সব সময়ই অন্যায় ও জুলুমের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের পথে চলার প্রেরণা হয়ে থাকবে বলে উল্লেখ করেন বিশিষ্টজনেরা।

RELATED NEWS

Latest News