ডিসি স্টুডিওসের নতুন সুপারম্যান হিসেবে বড় পর্দায় আসছেন ডেভিড কোরেনসওয়েট। তবে তাঁর এই অভিষেক মুহূর্তে কোন দিকনির্দেশনা নয়, বরং উৎসাহের বার্তা পাঠিয়েছেন পূর্বের দুই সুপারম্যান হেনরি ক্যাভিল ও টাইলার হেকলিন।
লন্ডনে অনুষ্ঠিত নতুন ‘সুপারম্যান’ ছবির প্রিমিয়ারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কোরেনসওয়েট জানান, তিনি ক্যাভিল ও হেকলিন—দুই সাবেক সুপারম্যানের সঙ্গে চিঠির মাধ্যমে যোগাযোগ করেছেন।
কোরেনসওয়েট বলেন, “আমি হেনরি ক্যাভিল এবং টাইলার হেকলিনের সঙ্গে চিঠি বিনিময় করেছি। মজার ব্যাপার হলো, দুজনেই প্রায় একই কথা বলেছেন—‘আমি তোমাকে কোনো টিপস দিতে যাচ্ছি না।’ এটা একদম সুপারম্যানসুলভ আচরণ।”
তিনি বলেন, “সুপারম্যান নিজেই কাউকে পরামর্শ দিতে আগ্রহী নন, বরং সবাইকে নিজের মতো করেই পথ খুঁজে নিতে উৎসাহ দেন। তাঁরাও আমাকে ঠিক সেভাবেই উৎসাহ দিয়েছেন।”
কোরেনসওয়েট আরও জানান, “তাঁদের বার্তায় ছিলো খোলামেলা উপভোগ করার পরামর্শ। এটাই সম্ভবত সুপারম্যানের প্রকৃত ধরন—নির্দেশ নয়, বরং উত্সাহ।”
যদিও এখনও কোরেনসওয়েটের সঙ্গে ক্যাভিল বা হেকলিনের সরাসরি সাক্ষাৎ হয়নি, তবুও তিনি আশাবাদী যে ভবিষ্যতে তাঁদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন।
ডেভিড কোরেনসওয়েটের সুপারম্যান অভিষেক ঘটছে জেমস গান পরিচালিত নতুন ছবিতে, যা মুক্তি পাচ্ছে আগামী ১১ জুলাই। এতে লোইস লেইন চরিত্রে অভিনয় করছেন র্যাচেল ব্রোসনাহান।
পরিচালক গান জানান, কাস্টিংয়ের সময় কোরেনসওয়েট ও ব্রোসনাহানের মধ্যে ‘দারুণ রসায়ন’ লক্ষ্য করা গেছে। গান বলেন, “র্যাচেল অনেক বেশি নিয়ন্ত্রিত একজন অভিনেত্রী। আর ডেভিড কিছুটা স্বতঃস্ফূর্ত। এ দুয়ের সংমিশ্রণ পর্দায় নতুন ধরনের গতিশীলতা সৃষ্টি করেছে।”
প্রসঙ্গত, হেনরি ক্যাভিল ২০১৩ সালের Man of Steel, ২০১৬ সালের Batman v Superman: Dawn of Justice এবং ২০১৭ সালের Justice League ছবিতে সুপারম্যান চরিত্রে অভিনয় করেন। অন্যদিকে, টাইলার হেকলিন ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত CW টিভি সিরিজ Superman & Lois-এ সুপারম্যান চরিত্রে দেখা গিয়েছিল।
ডেভিড কোরেনসওয়েটের নতুন যাত্রা কেমন হবে, তা দেখার অপেক্ষায় সিনেমাপ্রেমীরা। তবে আগেভাগেই শুভকামনা জানিয়ে রেখেছেন তাঁর দুই পূর্বসূরি।