Friday, July 18, 2025
Homeজাতীয়গবেষণাভিত্তিক চিকিৎসা শিক্ষার গুরুত্ব দিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম

গবেষণাভিত্তিক চিকিৎসা শিক্ষার গুরুত্ব দিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম

মানবিক গুণসম্পন্ন চিকিৎসক গড়ে তোলার তাগিদ ময়মনসিংহ মেডিকেল কলেজ সফরে নূরজাহান বেগমের

জনস্বাস্থ্য সেবার মানোন্নয়নে গবেষণাভিত্তিক চিকিৎসা শিক্ষা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম।

বুধবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “চিকিৎসা শিক্ষার গুণগত মান বজায় রাখতে হবে এবং মানবিক মূল্যবোধসম্পন্ন চিকিৎসক গড়ে তুলতে হবে, যাতে মানুষ প্রকৃত স্বাস্থ্যসেবা পায়।”

এ সময় উপদেষ্টা কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেন এবং হাসপাতাল ও একাডেমিক কার্যক্রম ঘুরে দেখেন।

এর আগে সকালে তিনি হাবিরবাড়ি মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে তিনি ওয়ার্ড ও সেবা ইউনিটসমূহ ঘুরে দেখেন এবং চিকিৎসা গ্রহণকারী রোগীদের সঙ্গে কথা বলেন।

রোগীদের কাছ থেকে চিকিৎসাসেবা, ওষুধের প্রাপ্যতা ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন তিনি।

পরিদর্শনকালে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. এম সারোয়ার বারী, ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস, ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. নাজমুল আলম খান ও জেলা প্রশাসক মফিদুল আলম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জনস্বাস্থ্য ব্যবস্থার কাঠামো উন্নয়নে মাঠ পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোর কার্যকারিতা নিশ্চিত করতেও গুরুত্ব দেন উপদেষ্টা নূরজাহান বেগম।

RELATED NEWS

Latest News