জনস্বাস্থ্য সেবার মানোন্নয়নে গবেষণাভিত্তিক চিকিৎসা শিক্ষা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম।
বুধবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “চিকিৎসা শিক্ষার গুণগত মান বজায় রাখতে হবে এবং মানবিক মূল্যবোধসম্পন্ন চিকিৎসক গড়ে তুলতে হবে, যাতে মানুষ প্রকৃত স্বাস্থ্যসেবা পায়।”
এ সময় উপদেষ্টা কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেন এবং হাসপাতাল ও একাডেমিক কার্যক্রম ঘুরে দেখেন।
এর আগে সকালে তিনি হাবিরবাড়ি মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে তিনি ওয়ার্ড ও সেবা ইউনিটসমূহ ঘুরে দেখেন এবং চিকিৎসা গ্রহণকারী রোগীদের সঙ্গে কথা বলেন।
রোগীদের কাছ থেকে চিকিৎসাসেবা, ওষুধের প্রাপ্যতা ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন তিনি।
পরিদর্শনকালে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. এম সারোয়ার বারী, ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস, ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. নাজমুল আলম খান ও জেলা প্রশাসক মফিদুল আলম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জনস্বাস্থ্য ব্যবস্থার কাঠামো উন্নয়নে মাঠ পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোর কার্যকারিতা নিশ্চিত করতেও গুরুত্ব দেন উপদেষ্টা নূরজাহান বেগম।