Monday, November 3, 2025
Homeজাতীয়মালিবাগ চৌধুরীপাড়া জলাধারে থানা ভবন নির্মাণ স্থগিতের নির্দেশ

মালিবাগ চৌধুরীপাড়া জলাধারে থানা ভবন নির্মাণ স্থগিতের নির্দেশ

হাইকোর্টের আদেশ, আগামী ৫ নভেম্বর পর্যন্ত কাজ বন্ধ থাকবে

মালিবাগ চৌধুরীপাড়া জলাধারের জায়গায় প্রস্তাবিত রামপুরা থানার ভবন নির্মাণ কার্যক্রম আগামী ৫ নভেম্বর (বুধবার) পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

রবিবার মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)-এর করা এক রিট আবেদনের পর আদালত এই আদেশ দেন। রিটে সরকার কর্তৃক চৌধুরীপাড়া খালের ৫০ শতাংশ এলাকা জনকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে থানার স্থায়ী ভবন নির্মাণের জন্য বরাদ্দের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হয়।

২১ অক্টোবর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে জলাধারের একটি অংশ বরাদ্দের বিষয়টি সামনে আসে। এরপর ৩০ অক্টোবর এইচআরপিবি জনস্বার্থে রিট আবেদন করে।

বিচারপতি কাজী জিনাত হক এবং বিচারপতি আয়নুন নাহার সিদ্দিকা সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে নির্মাণ কার্যক্রম স্থগিতের নির্দেশ দেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজম সময় চেয়ে বলেন, ৫ নভেম্বর পর্যন্ত নির্মাণ বন্ধ থাকবে। আদালত তাকে এই নির্দেশনা বাস্তবায়নের নিশ্চয়তা দিতে বলেন, যা তিনি দেন।

রিটকারীর পক্ষে সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরশেদ যুক্তি দেখান যে, জলাধারের জায়গা বরাদ্দ দেওয়া পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫, জলাশয় সংরক্ষণ আইন ২০০০, পানি আইন ২০১৩ এবং সংবিধানের ১৮(ক) অনুচ্ছেদের পরিপন্থী, যা পরিবেশ রক্ষার বাধ্যবাধকতা নির্ধারণ করে।

তিনি বলেন, সরকারের নিজস্ব নির্দেশনাও উপেক্ষা করে জলাধারে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সরকারি কর্মচারী আইন ২০১৮ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

রিটে এইচআরপিবির পক্ষে অ্যাডভোকেট মো. সরওয়ার আহাদ চৌধুরী, একলাস উদ্দিন ভূঁইয়া ও সঞ্জয় মণ্ডল যুক্ত ছিলেন।

রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজম।

RELATED NEWS

Latest News